×

পুরনো খবর

হারনাজ সান্ধুর টার্গেট মিস ইউনিভার্স

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২১, ০৯:৪৯ পিএম

হারনাজ সান্ধুর টার্গেট মিস ইউনিভার্স

করোনা মহামারির নীতিমালা মেনে এই সুন্দরী প্রতিযোগিতা গ্রান্ডফিনালে আয়োজিত হয়।

হারনাজ সান্ধুর টার্গেট মিস ইউনিভার্স

ভারতের চণ্ডীগড়ের মেয়ে হারনাজ সান্ধু পরলেন মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট।

হারনাজ সান্ধুর টার্গেট মিস ইউনিভার্স

মিস ইউনিভার্স ইন্ডিয়ায় তৃতীয় হয়েছেন।

হারনাজ সান্ধুর টার্গেট মিস ইউনিভার্স

ভারতের জয়পুরের মেয়ে সোনাল কুকরেজা।

হারনাজ সান্ধুর টার্গেট মিস ইউনিভার্স

তিনি আগামী বছর মিস সুপারইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নেবেন।

হারনাজ সান্ধুর টার্গেট মিস ইউনিভার্স

আগামী বছর ইসরায়েলের মিস ইউনিভার্সের ৭০তম এডিশনে ভারতের হয়ে অংশ নেবেন তিনি।

হারনাজ সান্ধুর টার্গেট মিস ইউনিভার্স

অন্যদিকে পুনের রিতিকা খাটনানিকে মিস ডিভা সুপারইন্টারন্যাশনাল ২০২১ হিসেবে বেছে নেয়া হয়েছে।

হারনাজ সান্ধুর টার্গেট মিস ইউনিভার্স

ভারতের গণ্যমান্য ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন।

হারনাজ সান্ধুর টার্গেট মিস ইউনিভার্স

মিস ইউনিভার্স ইন্ডিয়ার ইতিহাসে এখন পর্যন্ত মাত্র দুজন ভারতীয় সুন্দরীই ‘মিস ইউনিভার্স’ হয়েছেন।

হারনাজ সান্ধুর টার্গেট মিস ইউনিভার্স

১৯৯৪ সালে সুস্মিতা সেন ও ২০০০ সালে লারা দত্ত।

হারনাজ সান্ধুর টার্গেট মিস ইউনিভার্স

মঞ্চে পারফর্ম করেন মালাইকা অরোরা,সুকৃতি ও প্রকৃতি কাকার।

হারনাজ সান্ধুর টার্গেট মিস ইউনিভার্স

আগামী বছর মিস সুপার ইন্টারন্যাশন্যাল প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন রিতিকা।

হারনাজ সান্ধুর টার্গেট মিস ইউনিভার্স

এছাড়াও বিচারকার্য পরিচালনা এবং বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুষ্ঠানে হাজির ছিলেন কৃতী শ্যানন, মালাইকা অরোরা সহ জনপ্রিয় বলিউডের বেশ কয়েকজন নামীদামি তারকা।

হারনাজ সান্ধুর টার্গেট মিস ইউনিভার্স

পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি, গায়িকা কনিকা কাপুর, বিলিয়ার্ড চ্যাম্পিয়ন পঙ্কজ আদবানি, অভিনেতা অঙ্গদ বেদীরাও গিয়েছিলেন মিস ডিভার মঞ্চে।

হারনাজ সান্ধুর টার্গেট মিস ইউনিভার্স
হারনাজ সান্ধুর টার্গেট মিস ইউনিভার্স

গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।

হারনাজ সান্ধুর টার্গেট মিস ইউনিভার্স

হারনাজ সান্ধুর মাথায় উঠল মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট।

হারনাজ সান্ধুর টার্গেট মিস ইউনিভার্স
[gallery columns="1" link="file" size="full" ids="311135,311149,311139,311140,311138,311136,311137,311134,311141,311142,311143,311144,311145,311146,311147"]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App