×

জাতীয়

স্পিকারের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২১, ০৭:৫৫ পিএম

স্পিকারের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সংসদ ভবনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনযিয়াতার সঙ্গে সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ। ছবি: পিআইডি।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সঙ্গে সংসদ ভবনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনযিয়াতা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবর (৩ অক্টোবর) সাক্ষাৎকালে তাঁরা অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার, কোভিড-১৯ পরিস্থিতির উত্তরণ, আসন্ন প্রি-কপ সম্মেলন প্রভৃতি নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, সারা দেশের মানুষকে কোভিড-১৯ ভ্যাক্সিনেশনের আওতায় নিয়ে এসে কোভিড-১৯ পরিস্থিতি উত্তরণ করেছে সরকার। কোভিডকালীন অর্থনীতিতে বৈশ্বিক মন্দা বিরাজ করলেও বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষের দৈনন্দিন জীবন স্বাভাবিক রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োপযোগী কার্যক্রম গ্রহণ করেছেন।

ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনযিয়াতা বাংলাদেশের সাথে সুদৃঢ় কূটনৈতিক সুসম্পর্কের ধারাবাহিকতা স্মরণ করে বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপসমূহ অতুলনীয়। এসময় বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শেখ হাসিনার সাহসী পদক্ষেপসমূহের প্রশংসা করেন রাষ্ট্রদূত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App