×

বিনোদন

শাহরুখপুত্রের জামিন নামঞ্জুর, থাকতে হবে এনসিবি হেফাজতেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২১, ১০:১৮ পিএম

মাদকসহ গ্রেপ্তার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ভারতের আদলত। আদালতের নির্দেশ অনুযায়ী, তাকে আপতত থাকতে হবে দেশটির মাদক নিয়ন্ত্রণ সংস্থা নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজতেই।

এনসিবির আইনজীবীরা দাবি করেছেন, মাদক কাণ্ডে আরিয়ানের ফোন থেকে প্রামাণ্য নথি পাওয়া গেছে। যে কারণে তদন্তের স্বার্থে তাদের হেফাজতে আরিয়ানকে রাখা প্রয়োজন। সোমবার তা শুনানি নিয়ে সে অনুযায়ীই নির্দেশ দিয়েছেন আদালত। ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে এনসিবি হেফাজতেই থাকতে হবে। খবর আনন্দবাজারের

শনিবার রাতে একটি বিলাশবহুল ক্রুজে পার্টি করার সময় আটক হন আরিয়ান। এ সময় আরও কয়েকজনকে আটক করা হয়। তখন বিভিন্ন মাদকও জব্দ করা হয়। এরপর এনসিবির দপ্তরে আরিয়ানকে ১৬ ঘণ্টা ধরে জেরা করে সংস্থাটি। জেরা শেষে রোববার বিকেলে আরিয়ান, মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চান্টকে গ্রেপ্তার দেখায় এনসিবি।

এদিকে আরিয়ানকে সোমবার বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে যাওয়ার পরই তার হয়ে জামিনের আবেদন করেন আইনজীবী সতীশ মানশিণ্ডে। শাহরুখ খানই তার ছেলের জন্য সতীশকে নিয়োগ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App