×

খেলা

শক্তিশালী ভারতকে রুখে দিল ১০ জনের বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২১, ০৭:১৪ পিএম

শক্তিশালী ভারতকে রুখে দিল ১০ জনের বাংলাদেশ
শক্তিশালী ভারতকে রুখে দিল ১০ জনের বাংলাদেশ

সাফে বাংলাদেশ ও ভারতের মধ্যকার উত্তেজনা পূর্ন ম্যাচের একটি মুহূর্ত।

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার (৪ অক্টোবর) শক্তিশালী ভারতকে ১-১ গোলে রুখে দিয়েছে বাংলাদেশ। ম্যাচটিতে প্রথমে গোল হজম করে জামাল-তপুরা। এমনকি দ্বিতীয়াধে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিশ্বনাথ ঘোষ, সব মিলিয়ে এক নাটকীয় ম্যাচ হয় ভারতের বিপক্ষে।

ম্যাচের প্রথমার্ধের ২৬ মিনিটের সময় সুনীল চেত্রি গোল করে ভারতকে প্রথমে এগিয়ে নেন। এই গোল বাংলাদেশ শোধ করতে পারেনি প্রথমার্ধের পুরো সময়ে। এরপর ম্যাচের ৫৪ মিনিটে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের জার্সি টেনে ধরে সরাসরি লাল কার্ড দেখেন বিশ্বনাথ। এক গোলে পিছিয়ে, তার উপর আবার দশ জনের দলে পরিণত হয়ে যাওয়ায় মনে হচ্ছিল বাংলাদেশ ভারতের বিপক্ষে হেরেই যাবে। কিন্তু সোমবার দিনটি ছিল ইয়াসিন আরাফাতের। ম্যাচের ৭৪ মিনিটে ইয়াসিন আরাফাতের বুদ্ধিদীপ্ত হেডে বাংলাদেশ ভারতের বিপক্ষে এক পয়েন্ট তুলে নিতে সমর্থ হয়।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ। এখন ভারতের বিপক্ষে ড্র করায় ৪ পয়েন্ট নিয়ে পাঁচ দলের এই টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App