×

ফুটবল

রোনালদো সব বুঝেই করেন!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২১, ০৯:০৩ পিএম

রোনালদো সব বুঝেই করেন!

অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন ক্রিশ্চয়ানো রোনালদো।

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে গত শনিবার (২অক্টোবর) ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচটির পর নিজ সতীর্থ ও কোচের ওপর বেজায় বিরক্ত হয়েছিলেন ক্রিশ্চয়ানো রোনালদো। রেফারি বাঁশি বাজানোর পর যখন টানেলের দিকে এগিয়ে যাচ্ছিলেন তখন তিনি মাথা নাড়তে নাড়তে যান। সাবেক রেড ডেভিল তারকা গ্যারি নেভিলের মোটেও ভালো লাগেনি সর্বকালের অন্যতম সেরার এমন আচরণ। তার মতে রোনালদো ইচ্ছে করে এমনটি করেছেন। যেন কোচ ওলে গানার সুলশার চাপে পড়েন। তিনি এও বলেছেন সুলসারের উচিত হবে এখন রোনালদোর ওপর কঠোর হওয়া। তার সঙ্গে অন্য সব খেলোয়াড়ের মতো আচরণ করতে হবে বলে মন্তব্য করেছেন নেভিল। স্কাই স্পোর্টসকে এ ব্যাপারে গ্যারি নেভিল বলেন, ‘আমি পুরো খেলাটি দেখেছি এবং তার চলে যাওয়াটাও। আমি বলতে পারব না আমি এটা পছন্দ করেছি। তার এসব আচরণ যে ম্যানেজারের ওপর বাড়তি চাপ তৈরি করবে এতটুকু বোঝার মতো বুদ্ধি তার আছে।’ রোনালদো এবং জাদো সানচোর মতো বড় তারকাদের অন্তর্ভুক্তির পর সাবেক সতীর্থ সোলশায়ারের ওপর চাপ আরো বেড়েছে বলে মনে করছেন নেভিল। তিনি বলেন, ‘এটা অনেক চাপ সৃষ্টি করে। সে জানে তাকে জিততে হবে। যখন আপনার হাতে এমন খেলোয়াড়রা থাকবে এবং তিন চার বছর আপনি ট্রফিবিহীন কাটাবেন তখন আপনাকে জিততেই হবে।’ তবে সুলশারকে স্বার্থপর হতে পরামর্শ দিয়ে এই ফুটবল বিশেষজ্ঞ বলেন, ‘তাকে আরো স্বার্থপর হতে হবে। তাকে সঠিকভাবে ক্রিশ্চিয়ানোকে সামলাতে হবে। রোনালদোকে বলতে হবে দেখ, এরপর থেকে রাগ দেখাতে হলে ড্রেসিংরুমে দেখিও। তবে রোনালদোও যে একেবারে লক্ষী ছেলেটি নন, তা ভালো করেই জানা আছে সিআর সেভেনের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা নেভিলের। তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানো ভেড়া নয়। সে কখনোই বলবে না, আমি আর কিছু বলব না। তেমন পরিস্থিতিতে সে তার ক্ষোভ ঠিকই প্রকাশ করবে। এদিকে রোনালদো ম্যানইউতে ফিরে আসার পর থেকেই ফের নিজের প্রভাব বিস্তার করেছেন তিনি। একদম প্রথম থেকেই গোল করেছেন তিনি। ফলে এখন রোনালদোকে ছাড়া সুলশারের কোনো উপায়ও নেই। তবে রোনালদো এমন একজন খেলোয়াড় যে কখনো হারতে চায় না। সব সময় দলের জয়ের ব্যাপারে ভাবেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App