×

সম্পাদকীয়

মেগা প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়ন হোক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২১, ১২:২৮ এএম

সরকার টেকসই উন্নয়নের নানা প্রকল্প বাস্তবায়ন করছে। অর্থনৈতিক অগ্রগতি, মাথাপিছু আয় বৃদ্ধি, নিজস্ব অর্থায়নে মেগা প্রকল্প বাস্তবায়নের সাহস দেখিয়েছে বাংলাদেশ। একদিকে যেমন এসব উন্নয়ন প্রকল্পের জন্য সরকার প্রশংসিত হচ্ছে, অন্যদিকে প্রকল্প বাস্তবায়নে মন্থরগতি ও বারবার ব্যয় বাড়ানোর জন্য সমালোচিত হচ্ছে। গতকাল ভোরের কাগজের প্রধান প্রতিবেদনে উঠে আসছে এমন চিত্র। প্রতিবেদনে বলা হয়েছে, চলমান মেট্রোরেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাস র‌্যাপিড ট্রানজিট রুট-বিআরটি, ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়েসহ বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ সময়মতো শেষ হচ্ছে না। বাড়ছে প্রকল্পের মেয়াদ, বাড়ছে অর্থ ব্যয়ও। জনগণের ভোগান্তি তো রয়েছে। মেগা প্রকল্প ছাড়াও কোনো না কোনো অজুহাতে প্রতিনিয়তই কাটা হচ্ছে ঢাকার সড়ক-মহাসড়ক ও অলিগলি। এর ফলে তীব্র থেকে তীব্রতর হচ্ছে নগরীর যানজট। সংস্থার মধ্যে সমন্বয় ঘটানোর জন্য তিন বছর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিপত্র জারি করা হলেও এক্ষেত্রে কোনো ইতিবাচক অগ্রগতি ঘটেনি। সমন্বয়হীনতার কারণে ভোগান্তির শিকার হচ্ছে নগরবাসী। জলাবদ্ধতা, যানজট, খোঁড়াখুঁড়িতে হয়রানি লেগে আছে। জানা গেছে, সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত ১০টি মেগা প্রকল্পের তিনটির অগ্রগতি সন্তোষজনক হলেও বাকি সাতটি প্রত্যাশার চেয়ে অনেক পিছিয়ে। যে তিন প্রকল্পের অগ্রগতি ভালো, সেগুলো হচ্ছে পদ্মা সেতু, পায়রা বন্দর ও ঢাকা মেট্রোরেল-৬। এর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে পদ্মা সেতু। এটি প্রায় ৯০ শতাংশ বাস্তবায়ন হয়েছে। অন্য দুটির অগ্রগতি ৮৩ শতাংশ এবং ৭২ শতাংশ। বলা হচ্ছে, করোনার কারণে বড় প্রকল্প বাস্তবায়ন ব্যাহত হয়েছে। কিন্তু আমরা দেখেছি, করোনা মহামারি সত্ত্বেও চীনা ও স্থানীয় শ্রমিকরা এ প্রকল্পে পুরোদমে কাজ করেছে। টেকসই প্রবৃদ্ধি ও দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করার লক্ষ্যে ২০০৯-১০ অর্থবছরে এসব প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেয়া হয়। দীর্ঘ সময় পার হলেও প্রকল্পের আলো দেখছে না। চলতি অর্থবছরের বাজেটে মেগা প্রকল্পগুলোর জন্য ৫১ হাজার ৩২১ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। উন্নয়ন প্রকল্প নেয়া হচ্ছে, অর্থ সংকট নেই এবং পর্যাপ্ত বরাদ্দ দেয়া হচ্ছে, অথচ বাস্তবায়িত হচ্ছে না- এমন নজির বিশ্বের আর কোথাও আছে কিনা আমাদের জানা নেই। আমরা সবাই উন্নত সমাজ গড়ার স্বপ্ন দেখি, সুন্দর-সুস্থ জীবনযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রচেষ্টা চালাই। এমনিতেই উন্নয়নের নানা সূচকে বাংলাদেশ এগিয়ে চলেছে ক্রমেই। আমাদের নাগরিক জীবনে অগণিত সমস্যার সংকট রয়েছে। প্রতিদিনই এসব সমস্যা-সংকট মোকাবিলা করে চলতে হচ্ছে আমাদের। এই সমস্যা-সংকটগুলোর মধ্যে কোনোটিই গুরুত্বহীন নয়। নগরবাসী আর কতদিন দুর্ভোগের শিকার হতে থাকবেন, এটাই হলো প্রশ্ন। নিজেদের নাগরিক অধিকার সম্পর্কে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করে তোলার মাধ্যমে এক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতে হবে। মেগা প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়নে সরকারের উচ্চ মহল থেকে তদারকির প্রয়োজন বলে মনে করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App