×

জাতীয়

তিন কলেজ শিক্ষার্থীর পর আরও ৪ মেয়েশিশু নিখোঁজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২১, ০৯:২৯ পিএম

তিন কলেজ শিক্ষার্থীর পর আরও ৪ মেয়েশিশু নিখোঁজ

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর এলাকা থেকে ৩ কলেজ শিক্ষার্থী নিখোঁজের ঘটনার রহস্যের জট না খুলতেই আরও ৪ মেয়েশিশুর খোঁজ পাওয়া যাচ্ছেনা। এরাও স্বইচ্ছায় বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নতুন নিখোঁজের সংবাদ পাওয়া এই ৪ মেয়েশিশু পৃথক দুটি এলাকা থেকে গৃহত্যাগ করেছেন। বয়স প্রায় একই হওয়ায় এই ৪ জনের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা বা আগে নিখোঁজ হওয়া ৩ কলেজছাত্রীর সঙ্গে এই ৪ জনের কোনো যোগাযোগ ছিলো কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে থানা পুলিশের দাবি, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রায় এ ধরণের ঘটনা ঘটে থাকে। তাদের উদ্ধারে কাজ করছে একাধীক সংস্থা।

মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, মিরপুরের জনতা হাউজিং এলাকা থেকে নিখোঁজ হওয়া মেরিনা ও রোদেশী ইস্টিলা প্রতিবেশী। তারা দুজনই স্কুল শিক্ষার্থী। আনসার ক্যাম্প এলাকা থেকে নিখোঁজ হওয়া জামিয়া ও জাকিয়া নামে দুই প্রতিবেশী। এদের মধ্যে জামিয়া ৩ বছর আগে ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিলো। জিডিতে উল্লেখ অনুযায়ী তাদের ৪ জনের বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে।

সূত্র আরও জানায়, মেরিনা ও রোদেশী ইস্টিলা গত শুক্রবার বিকেলে বাসা থেকে স্বইচ্ছায় বের হয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় রোদেশী ইস্টিলার মা লিপিকা গোস্বামী গত রবিবার সন্ধায় মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। লিপিকা গোস্বামী বলেন, কলম কেনার কথা বলে বাসা থেকে বের হয় রোদেশী ইস্টিলা। এরপর আর ফেরেনি। সম্ভাব্য সব স্থানে খুঁজেও তার হদিস মেলেনি। তাদের প্রতিবেশী আরেক শিশু মেরিনাও নিখোঁজ। এই মায়ের ধারণা, শিশু দুটি একসঙ্গেই রয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর আনসার ক্যাম্প এলাকা থেকে নিখোঁজ হয় জামিয়া ও জাকিয়া। পরে জাকিয়ার বাবা জামির মিরপুর মডেল থানায় জিডি করেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাজিজুর রহমান বলেন, পৃথক ঘটনায় দুইটি এলাকা থেকে ৪ মেয়েশিশু নিখোঁজ হয়েছে। এ ধরণের ঘটনা নতুন কিছু নয়। প্রায়ই থানা এলাকা থেকে এমন নিখোঁজের ঘটনা ঘটে। পরে আবার তাদেরকে উদ্ধার করা হয়। এ ঘটনা দুটিও তেমনই মনে হচ্ছে। ইতিমধ্যে থানা পুলিশের একাধীক টিম ও একাধীক সংস্থা ছাঁয়া তদন্ত করছে। আশা করি দ্রুতই তাদের সন্ধান পাওয়া যাবে।

এক প্রশ্নের জবাবে ওসি আরও বলেন, ৪ জন নিখোঁজ হওয়ার পেছনে কি কারণ রয়েছে এবং এদের সঙ্গে পল্লবী থেকে ৩ শিক্ষার্থী নিখোঁজের পেছনে কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাজধানীর পল্লবীর বাসা থেকে বের হয়ে তিন কলেজছাত্রী নিখোঁজ হয় বলে পরিবারের অভিযোগ। তারা নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে গেছে। ঘটনার ৪ দিন পরেও তাদের খোঁজ মেলেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App