×

খেলা

নিরাপদে ওমান পৌঁছাল টাইগাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২১, ১১:২৪ এএম

নিরাপদে ওমান পৌঁছাল টাইগাররা

ওমানে বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম রাউন্ডে অংশ নিতে ওমান পৌঁছেছে বাংলাদেশ দল। সোমবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় ওমানের রাজধানী মাসকাটে পৌঁছায়। রবিবার (৩ অক্টোবর) রাত পৌনে ১২টায় ওমানের উদ্দেশে বিমানে উঠে মাহমুদউল্লাহ বাহিনী।

ওমানে একদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে টাইগারদের। ঘূর্ণিঝড় 'শাহিন' এর কারণে ওমানের মাসকাট বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল হওয়ায় টিম টাইগার্সের বিশ্বকাপ যাত্রা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়।

সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুরের ক্রিকেট একাডেমি থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হয় মাহমুদউল্লাহ বাহিনী। সেখানে গিয়ে তারা জানতে পারেন, ফ্লাইট একদিন পিছিয়ে গেছে। এরপর ক্রিকেটাররা বিমানবন্দর ছাড়তেই নতুন করে জানানো হয়, নির্ধারিত সময়েই ছাড়বে বিমান। অনন্যোপায় হয়ে সবাই আবারও বিমানবন্দরের উদ্দেশে ফিরে আসেন। এত নাটকের পর শেষ পর্যন্ত বিমানে উঠেছেন টাইগাররা।

ওমানে এক টানা চার দিনের অনুশীলনের পর ৮ অক্টোবর ওমান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ খেলবে ডমিঙ্গোর শিষ্যরা। এরপর ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। সেখানেও একদিনের রুম কোয়ারেন্টিনে থাকতে হবে। ১১ অক্টোবর থেকে পুনরায় শুরু হবে অনুশীলন।

সাকিব- মোস্তাফিজ অবস্থান করছেন আরব আমিরাতে। লিটন আগেই চলে গেছেন ওমানে। বিশ্বকাপ স্কোয়াডের বাকি ১২ ক্রিকেটারসহ স্ট্যান্ডবাই দু'জন গেছেন ওমানে। সেখানে যোগ দেবেন কোচিং স্টাফের সদস্যরাও। ওমানে পৌঁছে একদিনের কোয়ারেন্টাইনের পর কোভিড নেগেটিভ হওয়া সাপেক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App