×

জাতীয়

এক কর্মকর্তাকে একাধিক প্রকল্পে নিয়োগ নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২১, ১২:২২ এএম

এক কর্মকর্তাকে একাধিক প্রকল্পে নিয়োগ নয়

রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। ছবি: ভোরের কাগজ

একজন কর্মকর্তাকে একাধিক প্রকল্পের প্রকল্প পরিচালক না করার সুপারিশ করেছে জাতীয় সংসদের প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি। পাশপাশি কমিটি প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করারও সুপারিশ করেছে। কমিটি মনে করে এক ব্যক্তিকে একাধিক প্রকল্পের পিডি নিয়োগ করা হলে কাজের মান খারাপ হয়, অধিকাংশ ক্ষেত্রে সময়মত প্রকল্প শেষ হয়না এবং দুর্নীতির সুযোগ বেড়ে যায়।

রবিবার (৩ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভাপতি মোসলেম উদ্দিনের সভাপতিত্বে কমিটির সদস্য মজিবুল হক, গোলাম মোহাম্মদ সিরাজ এবং আরমা দত্ত বৈঠকে অংশ নেন।

বৈঠকে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে ফেডারেল রিজার্ভ ব্যাংক, নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব হতে চুরিকৃত অর্থ উদ্ধারে আইনি প্রক্রিয়া সম্পাদনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়া এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সুপারিশ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App