×

পুরনো খবর

সোমবার বিশ্ব বিনিয়োগ সপ্তাহ উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ০৬:০৮ পিএম

সোমবার বিশ্ব বিনিয়োগ সপ্তাহ উদ্বোধন

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ সোমবার উদ্বোধন করবে। বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে কমিশন ইনভেস্টরস অ্যাওয়ারনেসের আয়োজন করেছে। রাজধানীর আগারগাঁও বিএসইসির নিজস্ব ভবনের মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠান হবে।

রবিবার (৩ অক্টোবর) বিএসইইসর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিনিয়োগ সপ্তাহ উপলক্ষে বিএসইসি ‘রোল অব সাসটেইনেবল ফাইন্যান্স এন্ড ফ্রড,স্কেম প্রিভেনশন ইন প্রোটেকটিং দা ইনটারেস্ট অব দা ইনভেস্টরস এন্ড ইনভেস্টরস এওয়ারনেস’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন থাইল্যান্ডের স্কুল অব ম্যানেজমেন্ট, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির সহকারী অধ্যাপক ড. তানাতাত পুট্রাসুয়ান।

ইনভেস্টরস অ্যাওয়ারনেস অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বিভাগের সেক্রেটারি প্রধান অতিথি হিসেবে থাকবেন। বক্তব্য রাখবেন কমিশনার ড. মিজানুর রহমান ও কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতি হিসেবে থাকবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এছাড়া অ্যাওয়ারনেস প্রোগ্রমে ধন্যবাদ বক্তব্য রাখবেন কমিশনার আব্দুল হালিম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App