×

অর্থনীতি

সুহৃদ ইন্ডাস্ট্রিজের প্রতারণায় মামলা করবে বিএসইসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ১১:৩২ পিএম

আর্থিক সামর্থ্য না থাকা সত্ত্বেও লভ্যাংশ ঘোষণা করে প্রতারণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজ। বিএসইসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এ কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের এ নিয়ন্ত্রক সংস্থা।

রবিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৯৩তম সভায় কোম্পানির দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়।

বিএসইসি জানায়, সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জুন ৩০, ২০১৯ সমাপ্ত বছরে ঘোষিত ১০ শতাংশ লভ্যাংশ পরিশোধ না করার বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে দেখা যায় যে, আর্থিক সামর্থ্য না থাকা সত্ত্বেও কোম্পানির তৎকালীন পরিচালনা পর্ষদ প্রতারণামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে লভ্যাংশ ঘোষণা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App