×

জাতীয়

তৈরি হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আইন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ১০:২১ পিএম

বাংলাদেশে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন থেকে শুরু করে অ্যাসেটের মূল্যমান, ক্রয়-বিক্রয় মূল্য নির্ধারণ সংক্রান্ত বিধিমালা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। সে লক্ষ্যে তৈরি হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আইন,২০২১। এ বিষয়ে ৩ সদস্যের কমিটি গঠন করেছে অর্থমন্ত্রনালয়।

বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আইন,২০২১’ এর অধীনে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (এএমসি) গঠন, অ্যাসেটের মূল্যমান, ক্রয়-বিক্রয় মূল্য নির্ধারণ সংক্রান্ত বিধিমালা ও বিজনেস মডেল প্রণয়ন করা হবে। এতে কারিগরি সহায়তা করবে এশীয় উন্নয়ন ব্যাংক। গঠিত ৩ সদস্যের কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মু: শুক্কুর আলী, যুগ্মসচিব (বাণিজ্যিক ব্যাংক)।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ আশফাকুর রহমান। অর্থমন্ত্রনালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App