×

আন্তর্জাতিক

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্পের আবেদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ০৪:৩৩ পিএম

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্পের আবেদন

ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে ফ্লোরিডার ফেডারেল জজ আদালতের শরণাপন্ন হয়েছেন। শুক্রবার (১ অক্টোবর) আদালতে টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে ইনজাংশন জারির অনুরোধ করেছেন। খবর রয়টার্স, ওয়াশিংটন পোস্ট ও এনডিটিভির।

চলতি বছরের শুরুর দিকে সহিংসতায় উসকানি দেয়ার অভিযোগে টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের অ্যাকাউন্টটি আজীবন নিষিদ্ধ করে দেয়। কারণ হিসেবে তারা জানায়, ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্পসমর্থকদের হামলার পর তার প্রশংসা করে ট্রাম্প পোস্ট দিয়েছিলেন। সে সময় টুইটার বলেছিল, বিষয়টি তাদের অনুসৃত নীতিমালার পরিপন্থি।

ক্যাপিটল হিলে হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়। সেই সময় ফেসবুকসহ অন্যান্য প্ল্যাটফর্মে নিষিদ্ধ হন ডোনাল্ড ট্রাম্প।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App