×

জাতীয়

শি জিনপিংকে শেখ হাসিনার চিঠি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ১২:৩৮ এএম

চীনের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠি দিয়ে তিনি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষে চীন সরকার ও দেশটির জনগণকে আন্তরিক উষ্ণ শুভেচ্ছা জানান। ১ অক্টোবর ছিল গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাবার্ষিকী।

শুক্রবার (১ অক্টোবর) ঢাকার চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুজ পেজ থেকে এ তথ্য জানা যায়।

শেখ হাসিনা চিঠিতে লিখেন, কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আধুনিক চীন বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অংশীদার। চিঠিতে তিনি ২০১৬ সালে চীনা প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। সে সময় দুই নেতা চীন-বাংলাদেশ সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করতে সম্মত হন।

চিঠিতে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘হাজার বছরেরও আগে আমাদের দুই অঞ্চলের জনগোষ্ঠী যোগাযোগ স্থাপন করেছিল। সেই যোগাযোগ আমাদের দুটি প্রাচীন সভ্যতার মধ্যে জ্ঞান, সংস্কৃতি এবং বাণিজ্যের প্রবাহকে সহজতর করে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App