×

পুরনো খবর

শিক্ষার্থীদের দাবির মুখে জাবি খুলছে ১১ অক্টোবর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ১০:০৩ পিএম

আগামী ১১ অক্টোবর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে সিন্ডিকেট মিটিংয়ে। তবে, স্বশরীরে ক্লাস শুরু হবে ২১ অক্টোবর থেকে।

শনিবার (২ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দুপুর সাড়ে ১২ টায় প্রভোস্ট কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষার্থীরা ৫ তারিখের মধ্যেই হল খোলার দাবি জানায়।

এদিকে গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ আগামী ২১ অক্টোবর থেকে খোলার সুপারিশ করা হলেও তা এগিয়ে ১১ অক্টোবর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ ভোরের কাগজের সঙ্গে আলাপকালে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে সিন্ডিকেট সভায় হল খোলার বিষয়টি পুনর্বিবেচনা করা হয়েছে। তবে শিক্ষার্থীদের হলে ওঠার জন্য নুন্যতম এক ডোজ টিকার সনদ দেখাতে হবে। আর গণরুম পরিস্থিতি বিবেচনায় ৪৯ ব্যাচের শিক্ষার্থীদের এখন হলে ওঠানো হবে না।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App