×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে স্কুলে ঢুকে অধ্যক্ষকে গুলি করল সাবেক ছাত্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ০১:৩৫ পিএম

যুক্তরাষ্ট্রে স্কুলে ঢুকে অধ্যক্ষকে গুলি করল সাবেক ছাত্র

হিউস্টনের ইয়েস প্রেপ সাউথওয়েস্ট সেকেন্ডারি স্কুলে বন্দুকধারীর তাণ্ডবের সময় আতঙ্কিত দুজন শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে একটি স্কুলে বন্দুক হামলা হয়েছে। এ ঘটনায় কোনো শিক্ষার্থীর হতাহতের খবর না এলেও মারাত্মক আহত হয়েছেন অধ্যক্ষ। খবর ইউএস নিউজের।

জানা গেছে, শুক্রবার (১ অক্টোবর) আকস্মিকভাবে হিউস্টনের ইয়েস প্রেপ সাউথওয়েস্ট সেকেন্ডারি স্কুলে তাণ্ডব চালায় বন্দুকধারী একটি ছেলে। তারপর অধ্যক্ষের ঘরের দিকে গুলি চালাতে থাকে সে। এ সময় শিক্ষার্থীদের কথা চিন্তা করে তিনি বাইরে আসেন এবং তার পিঠে গুলি লাগে। মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। অধ্যক্ষকে গুলি করার পরেই ওই ছেলে ঘটনাস্থল থেকে চলে যায়।

বন্দুক হামলার বিষয়ে তদন্ত শুরু করে হিউস্টন শহরের পুলিশ। অল্প সময়ের মধ্যেই তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয় তারা। সে সময় তারা জানতে পারে, ওই স্কুলেই এক সময় অধ্যয়ন করেছিলো ছেলেটি। তবে তার নাম-পরিচয় গোপন রাখা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App