ফরিদপুরের বোয়ালমারীতে উঠানে জমা বৃষ্টির পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ অক্টোবর) বিকেল তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আলিফ মোল্যা। সে বোয়ালমারী পৌরসভার ৯ নং ওয়ার্ডের লোকনাথপুর গ্রামের নসিমন চালক মো. এরশাদ মোল্যার ছেলে।
প্রতিবেশী ইলিয়াস শেখ জানান, লোকনাথপুর গ্রামের নসিমন চালক মো. এরশাদ মোল্যার আড়াই বছর বয়সী ছেলে আলিফ শনিবার বেলা তিনটার দিকে বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে হাঁটতে হাঁটতে পরিবারের সদস্যদের অলক্ষ্যে সে পাশের বাড়িতে চলে যায়।
এ সময় প্রতিবেশী মিরাজ মোল্যার উঠানে জমে থাকা হাঁটু পরিমাণ গভীর বৃষ্টির পানিতে আলিফ পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির ঘণ্টাখানেক পর আলিফকে পানিতে ডুবে থাকা অবস্থায় পায়। পরিবারের সদস্যরা সাথে সাথে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন জাহান টুম্পা বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।