বিয়ে বাড়িতে খেতে গিয়ে অতিরিক্ত খাবার খেয়ে ফেলেন অনেকেই। কিন্তু এর জন্য মূল্য পরিশোধ করতে স্বভাবত দেখা যায় না। কিন্তু ভারতের এক ব্যক্তি এমন অভিজ্ঞতার শিকার হয়েছেন। সম্প্রতি রেডিটে সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।
বিয়ের দিন বর-কনে ঘোষণা করেছিলেন, নিমন্ত্রিত অতিথিদের টাকায় বিয়ের কেক কাটা হবে। অর্থাৎ কেক কাটার পর কেকের পিস হাতে নেয়ার আগে দাম দিতে হবে। সে অনুযায়ী প্রতি পিসে দাম রাখা হয়েছিলো ভারতীয় ৩৭০ টাকা। বিয়ের দিন যেহেতু আনন্দের দিন, তাই সবাই এ প্রস্তাব সাদরে গ্রহণ করল। সবকিছু ঠিকঠাকই হলো।
বিয়ের দুদিন পর এক অতিথির ফোনে মেসেজ দিয়ে ওই দম্পতি জানান, বিয়ের সিসিটিভি ফুটেজ ঘাঁটছিলাম। আপনাকে দুই পিস কেক খেতে দেখা গেছে। অথচ আপনি এক পিস কেকের দাম শোধ করেছেন। অনুগ্রহ করে আরেক পিস কেকের দাম দ্রুত পাঠিয়ে দিন।
এই মেসেজ দেখে অতিথির চক্ষু চড়কগাছ। রেডিট-এ নতুন দম্পতির ওই মেসেজের স্ক্রিনশট দেখিয়ে তিনি বলেন, বিয়েতে গিয়ে কেকের দাম দিতে হচ্ছে- ব্যাপারটা অদ্ভুত। আমার সত্যিই খেয়াল ছিল না যে কখন একটি কেক বেশি খেয়ে ফেলেছি আমি। এখন আমার কাছ থেকে দাম চাইছে ওরা!
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।