×

জাতীয়

হ্যাকিংয়ের হার আগের চেয়ে বেড়েছে ১৩ শতাংশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২১, ০৭:১৪ পিএম

হ্যাকিংয়ের হার আগের চেয়ে বেড়েছে ১৩ শতাংশ

ছবি : সংগৃহীত

চলতি বছরে হ্যাকিংয়ের হার আগের চেয়ে ১৩ শতাংশ বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য অনলাইনের অ্যাকাউন্ট হ্যাকিংয়ের হার বেড়েছে ২৮ দশমিক ৩১ শতাংশ। বয়সভিত্তিক সাইবার অপরাধের ঘটনায় ৮৬ দশমকি ৯০ শতাংশ ভুক্তভোগীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। এ থেকে বোঝা যাচ্ছে দেশের সচেতনতা বাড়ানোর পাশাপাশি সাইবার লিটারেসিও বাড়াতে হবে।

তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন ইনফরমেশন সিস্টেম অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশন (আইসাকা) ঢাকা চ্যাপ্টারের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শুক্রবার (১ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত সাইবার নিরাপত্তা সচেতনতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। ওই অনুষ্ঠানে প্রতিবেদনটি থেকে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য অনলাইনের অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনার হার ২৮ দশমিক ৩১ শতাংশ বেড়েছে। ২০১৯ সালে এই হার ছিলো ১৫ দশমিক ৩৫ শতাংশ। গত এক বছরে হ্যাকিংয়ের হার বেড়ে দাঁড়িয়েছে ১৩ শতাংশ। আর ২০১৯ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের ঘটনার হার ছিলো ২২ দশমিক ৩৩ শতাংশ। কিন্তু এবার সেটি কমে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৩১ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, বয়সভিত্তিক সাইবার অপরাধ বিশ্লেষণে দেখা গেছে ৮৬ দশমিক ৯০ শতাংশ ভুক্তভোগীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। এ থেকে বোঝা যাচ্ছে দেশের সচেতনতা বাড়ানোর পাশাপাশি সাইবার লিটারেসিও বাড়াতে হবে।

অনুষ্ঠানে সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ ইকবাল হোসাইন সাইবার সিকিউরিটি প্রসঙ্গে বলেন, দেশে দিন দিন বিভিন্ন ধরনের প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। এটার ইতিবাচক দিকগুলোর সঙ্গে নেতিবাচক দিকগুলো ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এই হারটা কেবল ভাবিয়েই তুলছে না, ভবিষ্যৎ নিয়ে শঙ্কাও সৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, সবার আগে নিজে সচেতন হতে হবে। আমাদের শিক্ষিত অনেক মানুষ এখনো ঠিকভাবে ফেসবুক ব্যবহার করতে পারে না। এতে তারা সমস্যায় পড়ছেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের উপদেষ্টা ব্যারিস্টার রাশনা ইমাম, সিসি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট কাজী মুস্তাফিজ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App