×

সারাদেশ

সাতক্ষীরা সদরের ইউপি নির্বাচন ১১ নভেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫৭ পিএম

দ্বিতীয় পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১৩ টিতে নির্বাচনের খবর দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন দ্বিতীয় ধাপের এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে এবং জানিয়েছে, আগামী ১১ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন দেশের ৮৪৮টি ইউনিয়ন পরিষদের ভোট হবে বলেও নির্বাচন কমিশন জানিয়েছে। তবে ঘোষিত তফসিল অনুযায়ী সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়ন বাদে ১৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন দলের নেতাদের মধ্যে নৌকা প্রতীক পেতে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। ভোটারদের বেড়েছে কদর। দেখা হলেই নেতারা দিচ্ছেন সালাম ও শুভেচ্ছা। বিপদে-আপদে পাশে দাঁড়াচ্ছেন। মুসলিম কেউ মারা গেলে জানাযায় যাচ্ছেন। সনাতন ধর্মের হলে যাচ্ছেন শ্মশানে। উগ্র মনোভাব বর্জন করে কেউ কেউ অতি বিনয়ী হচ্ছেন। কথা-বার্তায় ও আচার-আচরণে আনছেন পরিবর্তন। তৃণমূলের নেতা-কর্মীদের কদর এখন তুঙ্গে। গরীবের সংসদ চায়ের দোকানে উঠছে আলোচনা-সমালোচনার ঝড়। পাওয়া না পাওয়ার সমীকরণ মেলাচ্ছেন চায়ের কাপে চুমুক দিয়ে। আশায় বুক বাঁধছেন প্রার্থীরা। আশ্বাসে ভরে দিচ্ছেন ভোটার ও কর্মীদের মন। হাল ছাড়ছেন না কেউ। সবাই তাকিয়ে দলীয় হাই-কমান্ডের দিকে। সদরের যেসব ইউপিতে ভোট হবে সেগুলো হচ্ছে: বাঁশদহা, কুশখালী, বৈকারি, ঘোনা, শিবপুর, ভোমরা, ধুলিহর, ব্রহ্মরাজপুর, আগরদাড়ী, ঝাউডাঙ্গা, বল্লী, লাবসা ও ফিংড়ি ইউনিয়ন। দ্বিতীয় ধাপের সাতক্ষীরা সদরের সবগুলো ইউপি নির্বাচন কাগুজে ব্যালটে ভোট গ্রহন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App