×

সারাদেশ

মেঘনা নদীর পাড়ে বিসিক শিল্পনগরী করা হবে: শিল্পমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০১:০১ পিএম

মেঘনা নদীর পাড়ে বিসিক শিল্পনগরী করা হবে: শিল্পমন্ত্রী

প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটছেন শিল্পমন্ত্রী

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য মেঘনা নদীর পাড়ে বিসিক শিল্পনগরী গড়ে তোলার ঘোষণা দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটরিয়ামে আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দেশরত্ন শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ সময় শিল্পমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা ভাল থাকলে বাংলাদেশ ভাল থাকবে। আজকের বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতদিন পরিশ্রম করে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা তার যোগ্য নেতৃত্বে বিশ্বে বাংলাদেশকে যে জায়গায় প্রতিষ্ঠিত করেছেন তাতে এখন আর পিছনে তাকানোর সুযোগ নেই। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মিয়া মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মন্ত্রী আরও বলেন, যারা তৃণমূলে আওয়ামী লীগের রাজনীতি করে আজকের জায়গায় এসেছে তারা সুখে দুঃখে মানুষের পাশে থাকে। কাউকে ফেলে যায়না। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর গড়া বাংলাদেশে এখন তারই কন্যা শেখ হাসিনা নেতৃত্ব দিয়ে অন্ধকার থেকে দেশকে আলোর পথে নিয়ে এসেছেন। দেশ রত্ন শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়ের হাত ধরে ডিজিটাল বাংলাদেশের সুযোগ পাচ্ছে দেশ। করোনা মহামারীর মধ্যেও ডিজিটাল মাধ্যমে দেশের সকল কর্মকান্ড সচল রয়েছে। এখন শহরে নয় গ্রামেই শহরের সকল সুযোগ সুবিধা গড়ে তুলা হচ্ছে। শেখ হাসিনা সাধারন মানুষের জন্য বাসস্থান,চিকিৎসা,খাদ্য ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে যাচ্ছেন। মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারন সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজালাল মিয়া প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App