×

জাতীয়

মদিনা, কুয়েত ও কাঠমান্ডু রুটে ফ্লাইট চালু করছে বিমান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:২১ পিএম

ঢাকা থেকে মদিনা, কুয়েত ও কাঠমান্ডু রুটে আবারও ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৯ অক্টোবর থেকে ঢাকা-কাঠমান্ডু এবং ১০ অক্টোবর থেকে ঢাকা-মদিনা ও ঢাকা-কুয়েত রুটে আবারও সরাসরি ফ্লাইট চালু হবে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, এসব রুটের যাত্রীরা এখন থেকেই টিকেট সংগ্রহ করতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, কাঠমান্ডু ফ্লাইট ঢাকা থেকে প্রতি শনিবার ও বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে ছাড়বে। কাঠমান্ডু থেকে ফিরতি ফ্লাইট ছাড়ার নেপালের সময় বেলা ১১টা ২৫ মিনিট। ঢাকা থেকে প্রতি রোববার ও বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে মদিনা ফ্লাইট ছাড়বে। ফিরতি ফ্লাইট সৌদি আরব সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

ঢাকা থেকে কুয়েতের ফ্লাইট প্রতি রবিবার রাত পৌনে ৮টায় এবং প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ছাড়বে। কুয়েত থেকে বিমানের ফ্লাইট প্রতি সোমবার স্থানীয় সময় রাত ১২টায় এবং প্রতি মঙ্গলবার রাত ১০টা ৫৫ মিনিটে ছাড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App