×

অর্থনীতি

পদ্মা ব্যাংকের একীভূতকরণের আবেদন বিবেচনা করা হবে: অর্থমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৭ পিএম

সরকারি ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার যে আবেদন পদ্মা ব্যাংকে করেছে, সরকার তা বিবেচনা করে দেখবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলো পদ্মা ব্যাংকে বিনিয়োগ করেছে।

মন্ত্রী বলেন, এই ব্যাংকের যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। অনেকে জেলে আছেন। এখন ব্যাংকের শেয়ার হোল্ডার ও ঋণগহীতাদের স্বার্থ বিবেচনা করে সরকারকে ব্যবস্থা নিতে হবে।

সম্প্রতি পদ্মা ব্যাংক একীভূতকরণসহ বেশি কিছু ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়ে আবেদন করেছে। তবে সেই আবেদন অর্থমন্ত্রী এখনো দেখেন নি বলে সাংবাদিকদের জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App