×

খেলা

আফগানিস্তান-নেপালের বিপক্ষে বাংলাদেশের জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪২ পিএম

আফগানিস্তান-নেপালের বিপক্ষে বাংলাদেশের জয়

দোহায় অনুষ্ঠিত টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের স্থান নির্ধারণী ম্যাচে দ্বিতীয় দিনে বাংলাদেশ পুরুষ ও নারী দল নেপাল ও আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছে

কাতারের রাজধানী দোহায় এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের স্থান নির্ধারণী ম্যাচে বুধবার(২৯সেপ্টেম্বর) দ্বিতীয় দিন বাংলাদেশ পুরুষ ও নারী দল জয় তুলে নিয়েছে। বাংলাদেশের নারী দল হারিয়েছে হিমালয়ের দেশ নেপালকে। অপরদিকে লাল-সবুজের পুরুষ দল হারিয়েছে আফগানিস্তানকে। নেপালের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের এটিই প্রথম জয়।

এদিকে টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের প্রথম দিনটি ভালো কাটেনি বাংলাদেশের। পুরুষ ও নারীদের বিভাগে বাংলাদেশ হেরেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। তবে দ্বিতীয় দিনেই দেশের টেবিল টেনিস খেলোয়াড়রা দেখিয়েছেন দাপট। সাদিয়া রহমান মৌ দুই সেটে পিছিয়ে পরেও নেপালের সিক্কাকে হারিয়েছেন। সোনাম সুলতানা সোমা ৩-২ সেটে হারিয়েছেন নেপালের এলিনাকে। তিন নম্বর সেটে নওরিন সুলতানা মাহি ৩-১ সেটে হারিয়েছেন নেপালের ইভানাকে।

নেপালের মেয়েদের বিপক্ষে এ জয়ের পর নারী দলের অভিজ্ঞ খেলোয়াড় সোনাম সুলতানা বলেছেন এই জয় তাদের অনুপ্রেরণা জোগাবে। সামনে ভালো করার জন্য তারা আরো বেশি কঠোর পরিশ্রম করবেন। এবারের সাফল্যটিও এসেছে কঠোর পরিশ্রম করার কারণেই। এ ব্যাপারে দেশসেরা এ টেবিল টেনিস খেলোয়াড় ভিডিও বার্তায় বলেছেন, ‘এই প্রথম আমরা নেপালকে হারিয়েছি। দেশে দীর্ঘমেয়াদি ট্রেনিংয়ের কারণে এমন জয় এসেছে। আশা করছি সামনের দিকে আরো ভালো হবে।’

পুরুষ দল আফগানিস্তানকে হারিয়েছে ৩-২ সেটে। প্রথম সেটে রামহিম ৩-০ ব্যবধানে হেরে যান। দ্বিতীয় সেটে হৃদয় ৩-১ ব্যবধানে জিতে খেলায় সমতা আনেন। তৃতীয় সেটে সজীব প্রথম সিনিয়র ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে নেমেই ৩-১ ব্যবধানে আফগান প্রতিপক্ষকে হারিয়ে বাংলাদেশের পক্ষে জয় ছিনিয়ে আনেন। চতুর্থ সেটে হৃদয় হেরে যান। পঞ্চম তথা শেষ সেটে রামহিম দুর্দান্ত খেলে ৩-১ ব্যবধানে জিতেছেন।

বাংলাদেশ দলে খেলেছেন মুহতাসিন আহমেদ, মোফরাদুল সজীব, সাব্বির হোসেন, রামহিম লিয়ান বম, সাদিয়া রহমান মৌ, সোনাম সুলতানা সোমা ও নওরিন সুলতানা মাহি। কাতারে হচ্ছে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের ২৫তম আসর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App