×

সারাদেশ

সাতক্ষীরায় একজনকে চারবার করোনার টিকা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১০:৪০ পিএম

সাতক্ষীরায় একজনকে চারবার করোনার টিকা!

সাতক্ষীরার বল্লী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গৌতম রায় নামের এক ব্যক্তিকে চারবার টিকা দেওয়া হয়। ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় গৌতম রায় নামের এক ব্যক্তিকে চারবার টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। সদর উপজেলার বল্লী ইউনিয়নের স্বাস্থ্য সহকারী নাজমুন নাহার চারবার টিকা দিয়েছেন বলে অভিযোগ করেন গৌতম রায়। তিনি সদরের আমতলা গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরার বল্লী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

গৌতম রায় জানান, টিকা নিতে সকালে বল্লী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে যান। সেখানে তাকে পরপর চারবার টিকা দেওয়া হয়। টিকার পুরো বোতল শেষ করার জন্য তাকে এভাবে টিকা দেওয়া হয়েছিল। টের পেয়ে ভয় পেয়ে যান তিনি। তবে জেলা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত বলেন, গৌতম রায়কে ডেকেছিলাম। কিন্তু দেখে মনে হচ্ছে না তাকে একাধিকবার টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য সহকারী নাজমুন নাহার জানিয়েছেন এমরকম ভুল হতে পারে না।

সিভিল সার্জন আরও বলেন, ঘটনাটি তদন্ত করে দেখেছি। তাকে একবারই টিকা দেওয়া হয়েছে। এলার্জিজনিত কারণে তার হাতের ওপরের অংশ ফুলে গেছে বলে তদন্ত করে আমাকে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App