×

জাতীয়

দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন শেখ হাসিনা: স্পিকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫০ পিএম

দেশের মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গুলশান-২ এর শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘শুভ জন্মদিন স্বপ্নের রূপকার’ শীর্ষক এই অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতসহ নানা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্পিকার বলেন, ‘আজ সারা দেশে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হচ্ছে। তিনি আমাদের চারবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন। তিনি তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসম্পন্ন কাজ করে যাচ্ছেন। এ কারণে আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।’

স্বাধীনতার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে জানিয়ে শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দেশে কালো অধ্যায়ের সূচনা ঘটেছিল। তখন বিদেশে অবস্থান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা প্রাণে বেঁচে যান। কিন্তু নানা হুমকির কারণে দীর্ঘদিন তাদের প্রবাসে অবস্থান করতে হয়েছে। পরে দেশে ফিরে মানুষের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম শুরু করেন। একে একে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোট এবং ভাতের অধিকারের প্রতিষ্ঠা করেন। এভাবে অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে তিনি আজকের এই অবস্থানে এসেছেন।’

বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের রোল মডেল হিসেবে পরিচিত জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ এখন অর্থনৈতিক এবং ব্যাপক অবকাঠামো উন্নয়ন করছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুসহ নানা উন্নয়ন কাজ চলছে। মানবসম্পদ উন্নয়নও করছেন শেখ হাসিনা। এতে আন্তর্জাতিক অঙ্গনে তিনি বহু পুরস্কার পেয়েছেন। দেশের জন্য অনেক সন্মান বয়ে আনছেন। আমরা নেত্রীর সুস্বাস্থ্য কামনা করি।’

বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে ভালোবাসতেন, এখন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করছেন।’

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার প্রতীক। তিনি দেশ পরিচালনায় দক্ষতার পরিচয় দিয়েছেন। তাই তিনি যেভাবে দেশটাকে ভালোবাসেন; আসেন, আমরাও সেভাবে দেশ তথা ঢাকাকে ভালোবাসি। আমরা যেন ঢাকা শহরে যত্রতত্র ময়লা না ফেলি।

ডিএনসিসির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন বিষয়ে আতিকুল ইসলাম বলেন, ‘বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রধানমন্ত্রীর অনন্য একটি দৃষ্টান্ত। তিনি এ প্রকল্পের সারসংক্ষেপ দেখে দিয়েছেন। প্রকল্পটি বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। শিগগিরই তা বাস্তবায়নের পথে এগিয়ে যাবে।’

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহীদ আহসান রাসেল প্রমুখ বক্তব্য দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App