×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র সফরে ৬৫ ঘণ্টায় মোদির ২০ বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১০:০৬ এএম

যুক্তরাষ্ট্র সফরে ৬৫ ঘণ্টায় মোদির ২০ বৈঠক

জাতিসংঘে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন দিনের যুক্তরাষ্ট্র সফর থেকে দেশে ফিরেছেন। ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে প্রচার করা হয়েছে, এবারের যুক্তরাষ্ট্র সফরে মোদি টানা ২০টি বৈঠকে যোগ দিয়েছেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় এবং সেখান থেকে ফিরে আসার সময়েও বিমানে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। কাজেই পুরো সফরেই তিনি ব্যস্ত ছিলেন।

জানা গেছে, মাত্র ৬৫ ঘণ্টার মধ্যে মোদি ১২টি বৈঠক করেছেন। সময়ের একদম অপচয় করেননি তিনি। বিমান কিংবা হোটেলের বিশ্রামের সময়েও তিনি বৈঠক করেছেন। একই সঙ্গে করেছেন গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা।

গত ২৩ সেপ্টেম্বর তিনি বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে ৫টি বৈঠক করেন। এরপর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে দেখা করেন। এ ছাড়া জাপান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন তিনি।

যুক্তরাষ্ট্র সফরে তিনটি অভ্যন্তরীণ বৈঠকের সভাপতিত্বও করেন মোদী। সূত্র জানিয়েছে, সফরের দ্বিতীয় দিন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে। এরপর যোগ দেন কোয়াডের শীর্ষ সম্মেলনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App