×

সারাদেশ

প্রধানমন্ত্রীর জন্মদিনে যশোরে থ্যালাসেমিয়া আক্রান্ত ৭৫ শিশুকে রক্তদান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৫ পিএম

প্রধানমন্ত্রীর জন্মদিনে যশোরে থ্যালাসেমিয়া আক্রান্ত ৭৫ শিশুকে রক্তদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যশোর যুবলীগের রক্তাদন কর্মসূচি। ছবি: ভোরের কাগজ

প্রধানমন্ত্রীর জন্মদিনে যশোরে থ্যালাসেমিয়া আক্রান্ত ৭৫ শিশুকে রক্তদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সোমবার যুবলীগের আয়োজনে রক্তদান কর্মসূচি। ছবি: ভোরের কাগজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে যশোরে অসহায় ৭৫ জন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে রক্ত দান করেছেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল। সোমবার (২৭ সেপ্টেম্বর) শহরের দড়াটানা ভৈরব চত্বরে এই রক্তাদান কর্মসূচির আয়োজন করা হয়। জেলা যুবলীগের ব্যানারে এই কর্মসূচিতে যুবলীগের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তাদান করেন।

আগামীকাল ২৮ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। দিনটি উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ। যার অংশ হিসেবে সোমবার এই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে শনিবার যশোর সদর উপজেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। আর রবিবার সদর উপজেলার ১৫টি ইউনিয়নের যুবলীগের নেতাকর্মীদের মধ্যে এক হাজার ৫০০ চারা বিতরণ করেন।

সোমবার রক্তাদান কর্মসূচি উদ্বোধনের সময় আনোয়ার হোসেন বিপুলের সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ কচি, জেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মারুফ হোসেন বিপুল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দাউদ হোসেন দফাদার, কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান শহিদ, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাজাহারুল ইসলাম মাজাহার, শহীদুজ্জামান শহীদ, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জাফর ইকবাল , জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি বিএম জাকির হোসেন, জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম বিদ্যুৎ, সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসান শান্তি, সাবেক উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক, শামীম আহমেদ, তানভীর রকসি, রাইসুল ইসলাম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App