×

আন্তর্জাতিক

দ্বিতীয় বিশ্বযুদ্ধের তুলনায় করোনা মহামারিতে বেশি মানুষের প্রাণহানি হয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩০ এএম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের তুলনায় করোনা মহামারিতে বেশি মানুষের প্রাণহানি হয়েছে

ফাইল ছবি।

করোনা মহামারিতে যত মানুষের প্রাণহানি হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এত মানুষের প্রাণহানি হয়নি। সোমবার (২৭ সেপ্টেম্বর) এমন তথ্যই উঠে এসেছে অক্সফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণা প্রতিবেদনে। খবর রয়টার্সের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী বহুসংখ্যক প্রাণহানি হয়েছে। ২০১৯ সালের সঙ্গে ২০২০ সালের ৬ মাসে ইউরোপ, আমেরিকা ও চিলিতে তুলনামূলক কত সংখ্যক প্রাণহানি হয়েছে, সে ব্যাপারে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী ৫০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

গবেষণা দলের সহকারী প্রধান ড. রিধি কাশ্যপ বলেন, সবচেয়ে বড় কথা হলো গবেষণা প্রতিবেদনে আমরা দেখানোর চেষ্টা করেছি বিশ্বব্যাপী করোনা মহামারি কীভাবে বিপর্যয় সৃষ্টি করছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারিতে বেশিরভাগ দেশে নারীর তুলনায় পুরুষের মৃত্যুর হার বেশি। ১৫টি দেশে পুরুষ ও ১১টি নারীর প্রাণহানি বেশি হয়েছে। যুক্তরাষ্ট্রে কর্মজীবীদের ও ইউরোপে ষাটোর্ধ্বদের মৃত্যুর চিত্র বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App