×

জাতীয়

অক্টোবরের শেষে চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০২:৩৮ পিএম

অক্টোবরের শেষে চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

অক্টোবরের শেষে ট্যুরিস্ট ভিসা আসার কথা জানাচ্ছেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কে দোরাইস্বামী

অক্টোবরের শেষ নাগাদ ট্যুরিস্ট ভিসা চালু হতে পারে বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কে দোরাইস্বামী। সোমবার (২৭ সেপ্টেম্বর) রেলভবনে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পরে তিনি এ কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, আমরা মেডিকেল ও বিজনেস ভিসা চালু রেখেছি। তবে ট্যুরিস্ট ভিসার জন্য প্রচুর চাপ রয়েছে। কোভিড পরিস্থিতির কারণে আপাতত ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে। অক্টোবর মাসের শেষের দিকে ট্যুরিস্ট ভিসা চালু হতে পারে। এটি ভারত সরকারের বিষয়, তারা অনুমতি দিলে আমরা ভিসা চালু করবো। তবে সঠিকভাবে কবে নাগাদ ট্যুরিস্ট ভিসা চালু হবে তা তিনি জানাতে পারেননি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনীতির দ্রুততম অগ্রতির প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার মধ্যে অর্থনৈতিক অগ্রগতিতে দ্বিতীয় দেশ। যা সকলের কাছে ঈর্ষণীয়। রেলওয়ের উন্নয়নেও ভারতের পরে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ রেলের প্রচুর প্রকল্প বাস্তবায়ন করছে, রেলওয়ে পণ্য পরিবহন থেকে এ দেশ প্রচুর আর্থিকভাবে লাভবান হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App