×

মুক্তচিন্তা

নির্ভিক অভিষেক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১২:৩২ এএম

নির্ভিক অভিষেক

১৯৭৪-এর ২৫ সেপ্টেম্বর। সারা বিশ্ব পরম-কৌতূহলে তাকিয়ে আছে নিউইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরের দিকে। একটা বিশেষ দিন। মার্কিন-চীন ভ্রæকুটি উপেক্ষা করে বাংলাদেশ নামের ছোট্ট একটি দেশ, তার ৭ কোটি আধপেটা বুভুক্ষু মানুষ- শীর্ণ শরীর নিয়ে ৯৩ হাজার সুসংগঠিত সৈন্যবাহিনীকে মেরে খেদিয়েছি তাদের মাতৃভূমি থেকে, প্রায় ৩ বছরের চেষ্টার ফলে সেই দেশ মাত্র সপ্তাহখানেক আগে জাতিসংঘের সদস্যপদ পেয়েছে। তার নেতা আজ বিশ্ববাসীর উদ্দেশে ভাষণ দেবেন। কী বলেন সেটাই শোনার বিষয়। নিউইয়র্ক সময় বিকেল ৩টা, ঢাকার ঘড়িতে রাত ১টা। নাম ঘোষিত হলো : অনারেবল প্রাইম মিনিস্টার অব পিউপলস রিপাবলিক বাংলাদেশ হিস এক্সিলেন্সি শেখ মুজিবুর রহমান…। নাম ঘোষণার সঙ্গে সঙ্গে সভার সভাপতি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। এ এক বিরল সম্মান প্রদর্শন। সেই মহান নেতা গলা আঁটা কালো কোট গায়ে এসে দাঁড়ালেন লেকচার ডায়েসে। গমগমে গলায় বলতে শুরু করলেন, ‘আজ এই মহান পরিষদে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। মানবজাতির এই পার্লামেন্টে বাংলাদেশের সাড়ে ৭ কোটি মানুষ প্রতিনিধিত্ব লাভ করায় আপনাদের মধ্যে যে গভীর সন্তোষের ভাব লক্ষ করেছি, আমিও তাঁর অংশীদার…’ না, ইংরেজিতে নয়। তাঁর প্রিয় মাতৃভাষাতেই তিনি বলে যেতে লাগলেন কথাগুলো। গানের মতো গীতল সেই ভাষার অর্থ বিশ্ববাসী বুঝেনি তৎক্ষণাৎ, কিন্তু এর আবেগ তাদের ঠিকই স্পর্শ করেছে। তারা জানে, এ নেতা ইংরেজি জানেন না বলে তাঁর মাতৃভাষায় বক্তৃতা দিচ্ছেন- এমনটা নয়। বিবিসিতে দেয়া তাঁর ইংরেজি সাক্ষাৎকার ইতোমধ্যে তারা দেখেছে ও শুনেছে। তাই জানে, ভাষা কোনো সমস্যা নয়। এই নিজের ভাষায় ভাষণ দেয়ার পেছনে এক ঐতিহাসিক বাস্তবতা নিহিত। সেক্যুলারিজমের জন্ম যদিও ইউরোপে, কিন্তু সেই ধারণা আবর্তিত ছিল ধর্মকেই কেন্দ্র করে। খ্রিস্টধর্মের দুটো উপমতের দ্ব›েদ্ব রাষ্ট্র নিরপেক্ষ ভূমিকা রাখবে, এই ছিল মূল ভাবনা। কিন্তু ধর্মকে রাষ্ট্র গঠনের উপাদান না করে সম্পূর্ণ ভাষাভিত্তিক জাতীয়তাবাদকে সামনে রেখে একটি রাষ্ট্র সৃষ্টি- পৃথিবীর ইতিহাসে এ এক নতুন ধারণা। সেটাই করে দেখিয়েছে শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকা বাঙালিরা। সেই প্রগতিশীল চিন্তার প্রতিভূ হিসেবে বিশ্ব জাতিগোষ্ঠীর সংগঠন জাতিসংঘে হাজির হয়েছেন তাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অতএব তিনি যে সাম্রাজ্যবাদী শক্তির ভাষায় কথা বলবেন না, সেটাই স্বাভাবিক। মাত্র ৪৫ মিনিটের ভাষণে সদ্য স্বাধীন সেই দেশটির জনগণের মনোভাব বিশ্ববাসীর কাছে স্পষ্ট করে তোলেন সেই কিংবদন্তি নেতা। ৩০ লাখ মানুষের রক্তের প্লাবনে স্বাধীনতা পাওয়া সেই দেশটির আদর্শ কী, তা বলতে গিয়ে নেতা বলেন, ‘জাতিসংঘ সনদে যে মহান আদর্শের কথা বলা হয়েছে তা আমাদের জনগণেরও আদর্শ এবং এ আদর্শের জন্য তারা চরম ত্যাগ স্বীকার করেছেন। এমন এক বিশ্ব-ব্যবস্থা গঠনে বাঙালি জাতি উৎসর্গীকৃত, যে ব্যবস্থায় সব মানুষের শান্তি ও ন্যায়বিচার লাভের আকাক্সক্ষা প্রতিফলিত হবে এবং আমি জানি আমাদের এ প্রতিজ্ঞা গ্রহণের মধ্যে আমাদের লাখো শহীদের বিদেহী আত্মার তৃপ্তি নিহিত রয়েছে।’ তাঁর সদ্য স্বাধীন দেশটি তখন হাজারো সমস্যায় জর্জরিত। এ নিয়ে তাঁর কোনো কপটতা নেই। নেই লুকোচুরি। তিনি মুক্তকণ্ঠে প্রচার করেছেন তাঁর দেশের কঠিন বাস্তবতা, ‘যুদ্ধের ধ্বংসস্তূপের ওপরই বাংলাদেশের জন্ম হয়েছিল। তারপর থেকে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছি আমরা… ‘…প্রাকৃতিক বিপর্যয় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি শুধু প্রতিহত করেনি, দেশে প্রায় দুর্ভিক্ষ অবস্থার সৃষ্টি হয়েছে। একই সময়ে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির অর্থ আমাদের মতো একটি দেশের জন্য দায় পরিশোধের ক্ষেত্রে ১ কোটি ডলারের ঘাটতির সৃষ্টি হয়েছে। জনসাধারণের জীবনধারণের মান নিছক বেঁচে থাকার পর্যায় থেকেও নিচে নেমে গেছে। মাথাপিছু যাদের বার্ষিক আয় ১০০ ডলারেরও কম তাদের অবস্থা আরো শোচনীয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী বেঁচে থাকার জন্য যে ন্যূনতম খাদ্য প্রয়োজন তারও কম খাদ্য খেয়ে যারা এতদিন বেঁচে রয়েছে এখন তারা সম্পূর্ণ অনাহারে দিন কাটাচ্ছে।’ কিন্তু এ দেশ তো সুকান্তের ‘সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়/জ¦লে পুড়ে-মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়’। তাই নেতা স্বপ্নদ্রষ্টার মতো বলে যান, ‘একমাত্র শান্তিপূর্ণ পরিবেশেই আমরা আমাদের কষ্টার্জিত জাতীয় স্বাধীনতার ফল আস্বাদ করতে পারব এবং ক্ষুধা, দারিদ্র্য, রোগশোক, অশিক্ষা ও বেকারত্বের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আমাদের সব সম্পদ ও শক্তি নিয়োগ করতে সক্ষম হবো।’ শুধু দেশ নয়, সারাবিশ্ব ছিল তাঁর ভাবনাজুড়ে। তিনি বিশ্ব পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বলেন, ‘বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির ফলে উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন পরিকল্পনার ব্যয় বহুগুণে বেড়ে গেছে। তাদের নিজেদের সম্পদ কাজে লাগানোর শক্তিও হ্রাস পেয়েছে। ইতোমধ্যেই যেসব দেশ দরিদ্র ও ব্যাপক বেকার সমস্যায় ভুগছে তারা তাদের অতি নগণ্য উন্নয়ন পরিকল্পনাগুলোকেও কেটে ছেঁটে কলেবর ছোট করতে বাধ্য হয়েছে। এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে মাত্র ৫-৬ শতাংশ হারে বর্ধিত আয় বৃদ্ধির সম্ভাবনা ছিল। বিশ্বের সব জাতি ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতির মোকাবেলা করতে অগ্রসর না হলে মানুষের দুঃখ-দুর্দশা এমন বিরাট আকার ধারণ করবে, ইতিহাসে যার তুলনা পাওয়া যাবে না। অবশ্য বর্তমানে অসংখ্য মানুষের পুঞ্জীভূত দুঃখ-দুর্দশার পাশাপাশি মুষ্টিমেয় মানুষ যে অভূতপূর্ব বৈষয়িক সমৃদ্ধি ও সুখ-সুবিধা ভোগ করছে তার তুলনা ইতিহাসে বিরল।’ এমন পরিস্থিতিতে বিশ্ব জাতিগোষ্ঠীর দায়িত্ব সম্পর্কে সচেতন করে দিয়ে বলেন, ‘আমাদের একটা আন্তর্জাতিক দায়িত্ব রয়েছে। এ দায়িত্ব হলো বিশ্বের প্রতিটি মানুষ যাতে তাঁর ব্যক্তিত্বের ও মর্যাদার উপযোগী অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার ভোগ করতে পারে তার ব্যবস্থা করা। বাংলাদেশের ভূখণ্ডে অবস্থিত প্রতিটি মানুষের নিরাপত্তা ও মর্যাদার প্রতি সচেতনতা ও সংবেদনশীলতার প্রমাণ মেলে তাঁর ভাষণে। তিনি বলেন, ৬৩ হাজার পাকিস্তানি পরিবারের দুর্গতি এখন একটি জরুরি মানবিক সমস্যা হয়ে রয়েছে। পাকিস্তানের প্রতি তাদের আনুগত্যের কথা তারা আবার প্রকাশ করেছেন এবং স্বদেশে প্রত্যাবর্তনের জন্য তাদের নাম রেডক্রসের আন্তর্জাতিক কমিটির কাছে তালিকাভুক্ত করেছেন। আন্তর্জাতিক বোঝাপড়া এবং আইন অনুসারে স্বদেশে প্রত্যাবর্তন করার অধিকার তাদের রয়েছে। আয়তন অথবা অর্থনৈতিক সামর্থ্য একটি দেশের শেষ কথা নয়। মানুষের আত্মপ্রত্যয় আর দৃঢ়চেতা থাকলে সেই দেশ ঘুরে দাঁড়াবেই। বাংলার লড়াকু মানুষই ছিল নেতার অহঙ্কারের ভিত্তি। তাই তিনি দীপ্ত কণ্ঠে এক মর্যাদাশীল রাষ্ট্রের আত্মপ্রকাশের ঘোষণা দেন এভাবে, ‘আমি মানবের অসাধ্য সাধন ও দুরূহ বাধা অতিক্রমের অদম্য শক্তির প্রতি আমাদের পূর্ণ আস্থার কথা আবারো ঘোষণা করতে চাই। আমাদের মতো জাতিসমূহ, যাদের অভ্যুদয় সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে, এই আদর্শ, বিশ্বাসই তাদের বাঁচিয়ে রাখবে। আমাদের কষ্ট স্বীকার করতে হতে পারে। কিন্তু আমাদের ধ্বংস নেই। এ জীবন যুদ্ধের মোকাবেলায় জনগণের প্রতিরোধ ক্ষমতা ও দৃঢ়প্রতিজ্ঞাই শেষকথা। আত্মনির্ভরশীলতাই আমাদের লক্ষ্য। জনগণের ঐক্যবদ্ধ যৌথ উদ্যোগই আমাদের নির্ধারিত কর্মধারা।’ পৌনে এক ঘণ্টার এই ভাষণ ছিল এক সাহসী জাতির বিশ্ব দরবারে নির্ভিক অভিষেক। এদের দারিদ্র্য থাকতে পারে, সম্পদের অভাব থাকতে পারে- কিন্তু আত্মমর্যাদার সংকট ছিল না বিন্দুমাত্র। এসব হয়তো বিশ্বমোড়লদের ভালো লাগেনি। তাই এই ভাষণের এক বছরেরও কম সময়ের মধ্যে তাঁকে ঘাতকের বুলেটে নিহত হতে হলো। কঙ্গোর প্যাট্রিস লুমুম্বা, বার্মার অং সান কিংবা ইন্দোনেশিয়ার সুকর্ণেরও একই পরিণতি হয়েছিল। যারাই তাদের জাতিকে ঔপনিবেশিক শক্তির হাত থেকে মুক্তি দিয়ে আত্মনির্ভরতার দিকে নিয়ে যেতে চেয়েছেন, তারাই হয়েছেন ষড়যন্ত্রের শিকার। সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশকে আবার প্রগতির জয়রথে নিয়ে যাচ্ছেন। গত শুক্রবার জাতিসংঘের ৭৬তম অধিবেশনেও বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু যে নির্ভিক অভিষেক ঘটিয়েছিলেন তাকে সফল পরিণতির দিকে নিয়ে যাচ্ছেন তাঁর কন্যা। এ এক দারুণ পরম্পরার দৃষ্টান্ত হয়ে রবে ইতিহাসে।

অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App