×

স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু, হাসপাতালে ২৪২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৬:১১ পিএম

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে জুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২ জন। এ নিয়ে চলতি বছরে মোট ১৭ হাজার ৩৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ বছর মোট ৬১ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৪২ জনের মধ্যে ৫৭ জন ঢাকার বাইরে এবং বাকি ১৮৫ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৪৩ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৪৫টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮১৪ জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে ২২৯ জন রোগী ভর্তি আছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি মাসে এ পর্যন্ত ৭ হাজার ১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।এর আগে, আগস্ট মাসে ৭ হাজার ৬৯৮ জন, জুলাই মাসে ২ হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন এবং মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App