×

খেলা

জেসুসের গোলে চেলসিকে হারাল ম্যানসিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১০:১৯ এএম

জেসুসের গোলে চেলসিকে হারাল ম্যানসিটি

জেসুসের গোলের পর ম্যান সিটি ফুটবলারদের সেলিব্রেশন। ছবি- রয়টার্স।

নিজেদের ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির কাছে হারের মুখ দেখতে হল চেলসিকে। স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল চেলসি এবং সিটি। নিজেদের ঘরের মাঠে টানটান উত্তেজনার ম্যাচে মাঠে নেমে চেলসি ফুটবলাররা গোট ম্যাচেই ব্য়াকফুটে ছিল।

অতিরিক্ত রক্ষণাত্মক খেলায় চেলসির ফুটবলাররা ব্যস্ত হয়ে পড়েছিলেন। পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি এদিন ম্যাচের প্রথম থেকেই চেলসির উপর আধিপত্য বজায় রাখে। গ্যাব্রিয়েল জেসুসের একমাত্র গোলে জিতে ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে নিল সিটি‌। ম্যাচের প্রথমার্ধে সিটির বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকে চেলসির গোল লক্ষ্য আক্রমণ শানাতে থাকলেও ব্লুজদের জমাট ডিফেন্স পেপ গুয়ার্দিওলার দলকে গোল করতে দেয়নি।। এদিনকার ম্যাচে ৬০ শতাংশের বেশি সময় বল নিজেদের দখলে রাখতে সক্ষম হয় সিটির ফুটবলাররা।

সিটির ফুটবলাররা গোলের উদ্দেশ্যে মোট ১৫টি শট নেয়। যার মধ্যে মাত্র চারটি ছিল টার্গেটে। অন্যদিকে রক্ষণ নিয়ে ব্যস্ত চেলসি প্রতিপক্ষের পোস্টে শট নিয়েছে মাত্র পাঁচটি। দ্বিতীয়ার্ধে ৫৩ তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুসের গোলে সিটি এগিয়ে যায়। জোয়াও ক্যানসেলোর জোরালো শটে ডি-বক্সে বল পেয়ে জায়গা বানিয়ে প্রতিপক্ষের তিনজন ডিফেন্ডারের মাঝখান দিয়ে নিচু শটে গোলটি করেন জেসুস। ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলে দুইয়ে রয়েছে সিটি। সমান পয়েন্ট পেলেও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় লিগ তালিকায় তিনে রয়েছে চেলসি।

সিটির পরের ম্যাচ আরেক খেতাব জয়ের তীব্র দাবিদার লিভারপুলের বিরুদ্ধে। চেলসি ঘরে স্বাগত জানাবে রাল্ফ হাসেনহুটেলের সাউদাম্পটনকে।

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালসহ তিন ম্যাচেই চেলসির ম্যানেজার থমাস টুচেলের কাছে পরাজিত হতে হয় পেপ গুয়ার্দিওলাকে। জার্মান ম্যানেজার ইংল্যান্ডে কোচিং করাতে আসার পর এই প্রথম তাকে হারাতে সক্ষম হলেন পেপ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App