×

আন্তর্জাতিক

ইয়েমেনে হুতি-সৌদি জোট সংঘাতে নিহত অর্ধশতাধিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৪ পিএম

ইয়েমেনে হুতি-সৌদি জোট সংঘাতে নিহত অর্ধশতাধিক

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একটি দল। ফাইল ছবি

ইয়েমেনের কৌশলগত শহর মারিবে সরকার সমর্থক সৈন্যদের সঙ্গে হুতি বিদ্রোহীদের তুমুল লড়াই হয়েছে। এতে উভয় পক্ষের প্রায় ৫০ জন নিহত হয়েছেন। রবিবার (২৬ সেপ্টেম্বর) দেশটির সামরিক বাহিনীর একাধিক সূত্র ব্যবহার করে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

একটি সামরিক সূত্রে জানা গেছে, খনিজ তেলসমৃদ্ধ মারিব শহরের পশ্চিমে গত ৪৮ ঘণ্টায় অন্তত ৪৩ জন হুতি বিদ্রোহী নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই নিহত হয়েছেন সৌদি সামরিক জোটের বিমান হামলায়। অন্যদিকে আরেকটি সামরিক সূত্রে ৭ জন মনসুর হাদি সরকার সমর্থক নিহত হওয়ার খবর জানা গেছে।

মারিব শহরে হুতি বিদ্রোহীরা চলতি মাসে নতুন করে হামলা শুরু করেছে। এর ফলে উভয় পক্ষে হতাহতের ঘটনা ঘটেছে। মারিবের নিয়ন্ত্রণ নেয়ার উদ্দেশ্যে কেবল সেপ্টেম্বরেই সৌদি সামরিক জোটের সঙ্গে হুতিদের লড়াইয়ে অন্তত ৪০০ জনের প্রাণহানি হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে শহরটির দখল নিতে হামলা করতে থাকে হুতি বিদ্রোহীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App