জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার জন্য দীর্ঘ দিন ধরে চেষ্টা করছে ভারত। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যেমন অবস্থানই হোক না কেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প ভারতকে স্থায়ী সদস্য করার ইচ্ছা প্রকাশ করেছেন। একই পথে হাঁটলেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ২৭তম অধিবেশনে তিনি ভারতকে স্থায়ী সদস্য করার ব্যাপারে সমর্থনের কথা জানান।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। বৈঠকে ভারতের জাতিসংঘের স্থায়ী সদস্য হওয়া ছাড়াও দুই রাষ্ট্রপ্রধান ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদ মোকাবিলার কথা বলেন। এ সময় ২০০৬ সালের মুম্বাইয়ের ২৬/১১ হামলার মূলহোতাদের বিচার করার তাগিদ অনুভব করেন তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।