ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে জুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২ জন। এ নিয়ে চলতি বছরে মোট ১৭ হাজার ৩৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ বছর মোট ৬১ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৪২ জনের মধ্যে ৫৭ জন ঢাকার বাইরে এবং বাকি ১৮৫ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৪৩ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৪৫টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮১৪ জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে ২২৯ জন রোগী ভর্তি আছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি মাসে এ পর্যন্ত ৭ হাজার ১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।এর আগে, আগস্ট মাসে ৭ হাজার ৬৯৮ জন, জুলাই মাসে ২ হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন এবং মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।