×

আন্তর্জাতিক

সিরিয়া গৃহযুদ্ধে প্রাণহানির সংখ্যা ৩ লাখ ৫০ হাজার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৯ এএম

সিরিয়া গৃহযুদ্ধে প্রাণহানির সংখ্যা ৩ লাখ ৫০ হাজার

সিরিয়ার গৃহযুদ্ধে বিধ্বস্ত একটি এলাকা / ফাইল ছবি

সিরিয়ায় ২০১১ সাল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে অন্তত ৩ লাখ ৫০ হাজার ২০৯ জন প্রাণ হারিয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, সংস্থাটি ২০১৪ সালের পর প্রথমবার আনুষ্ঠানিকভাবে সিরিয়ার মানুষের প্রাণহানির সংখ্যা প্রকাশ করলো। একই সঙ্গে জানানো হয়, তালিকায় যাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে কেবল তাদের নামই অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি। নিহতদের প্রতি ১৩ জনের মধ্যে একজন নারী অথবা শিশু। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে সংঘাতের অন্যতম কেন্দ্রস্থল আলেপ্পো শহরে। যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ৫ লাখের বেশি মানুষ যুদ্ধে নিহত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট বলেন, ২০১৪ সালের পর সিরিয়া পরিস্থিতি আরও জটিল ও ভয়াবহ হয়ে ওঠে। এর ফলে হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা সম্ভব হচ্ছিলো না। আবারও এ বিষয়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। ২০১১ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত ৩ লাখ ৫০ হাজার ২০৯ জনের প্রাণহানির নিশ্চিত তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২৬ হাজার ৭২৭ জনই নারী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App