×

সারাদেশ

শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে সবসময় সচেষ্ট থাকবো: রাবি ভিসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৯ এএম

শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে সবসময় সচেষ্ট থাকবো: রাবি ভিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার তাপু।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার তাপু বলেছেন, কোভিড-১৯ এর কারণে এবার হল বন্ধ রেখেই ভর্তি পরীক্ষা গ্রহণ করতে হচ্ছে। তবে শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে আমরা সবসময় সচেষ্ট থাকবো।বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে ছাত্রদের জন্য আবাসনের ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) ভবনে মেয়রের কার্যালয়ে অ্যাডমিশন ভর্তি পরীক্ষাদের বিষয়ে অংশীজনদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এসব কথা বলেন তিনি। রাবি ভিসি জানান, সিটি মেয়রের আমন্ত্রণে আমরা আজকে বসেছি। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রায় ১ লক্ষ ৩৩ হাজার। আগামী ৪ থেকে ৬ অক্টোবর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন গড়ে ৪৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এছাড়া ১,২,২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। বর্তমানে মূল সমস্যা আবাসনের। তবে রাবিতে ভর্তি পরীক্ষা দিতে আসা প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা করা সম্ভব হবে। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাবির প্রো-ভিসি প্রফেসর সুলতানুল ইসলাম, রাজশাহী বাস মালিক সমিতির সভাপতি মতিউর রহমান টিটো, মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App