×

সারাদেশ

ট্রেনে হত্যা: নিহত পরিবারকে আর্থিক সহযোগিতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৮ এএম

ট্রেনে হত্যা: নিহত পরিবারকে আর্থিক সহযোগিতা

শনিবার সকালে নিহত পরিবারের হাতে অনুদানের অর্থ তুলে দেন উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা। ছবি: ভোরের কাগজ

ঢাকা-ময়মনসিংহ দেওয়ানগঞ্জ গামী কম্পিউটার ট্রেন ডাকাতি ঘটনায় নিহত নাহিদ হাসান পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ হাজার টাকা আর্থিক অনুদান ও শুকনা খাবার দেওয়া হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিহত পরিবারের হাতে অনুদানের অর্থ তুলে দেন এবং নিহত পরিবারের খোঁজ খবর নেন উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা। অনুদান গ্রহণ করেন নিহত নাহিদ হাসানের স্ত্রী বিপাসা ও মা নেকজাহান।

জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মো. ওয়াহিদুজ্জামানের ছেলে মো. নাহিদ হাসান (৪০)। নাহিদ গাজীপুরে নেসলে কোম্পানিতে চাকরি করতেন। স্ত্রীকে নিয়ে ২৩ সেপ্টেম্বর বিকেলে ঢাকা থেকে জামালপুর কমিউটার ট্রেনে দেওয়ানগঞ্জে নিজ বাড়িতে আসার কথা ছিল। ট্রেনে অনেক ভিড় থাকায় স্ত্রী বিপাসাকে ট্রেনের বগিতে রেখে নাহিদ ট্রেনের ছাদে উঠে আসছিলেন। ট্রেনের ছাদে ডাকাতদের হামলায় গুরুতর আহত হয়ে মারা যান তিনি।

এ সময় উপস্হিত ছিলেন উপসহকারী প্রকৌশলী সুবীর কুমার দত্ত, ইউপি সদস্য আ.মান্না, যুগান্তর প্রতিনিধি মদন মোহন ঘোষ, সাংবাদিক রশিদুল আলম শিকদার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App