×

আন্তর্জাতিক

রাশিয়ায় তুষারঝড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৭ এএম

রাশিয়ায় তুষারঝড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু

ফাইল ছবি

ইউরোপের সর্বোচ্চ পর্বত এলব্রাসে তুষারঝড়ের কবলে পড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৯ জন পর্বতারোহীর একটি দল পাঁচ হাজার মিটার উচ্চতায় অবস্থান করছিল। সে সময় দুর্ঘটনার শিকার হন পর্বতারোহীরা। গতকাল শুক্রবার রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এসব তথ্য জানায়। রাশিয়ার মন্ত্রণালয়ের সূত্র উল্লেখ করে ফরাসি বার্তা সংস্থা এএফপি ও সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর জানায়, তুষারঝড়ের কবলে পড়া দলের বাকি ১৪ আরোহীকে নিরাপদে নেওয়া হয়েছে। তাঁদের উদ্ধার করতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এ সময় মোকাবিলা করতে হয়েছে ঝোড়ো বাতাস ও শূন্যের নিচে থাকা তাপমাত্রা। তুষারঝড়ের কারণে আশেপাশের এলাকা ঠিকমতো দেখা যাচ্ছিল না। বুধবার ওই পর্বতারোহণ আয়োজনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি বলছে, দলটির সঙ্গে ৪ জন পেশাদার গাইড ছিলেন। আরোহণের সময় এক নারী অসুস্থবোধ করেন। এমন পরিস্থিতিতে একজন গাইড তাঁকে নিয়ে ফেরার পথ ধরেন। ওই গাইডের সঙ্গে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়। প্রতিষ্ঠানটি আরও জানায়, ওই নারীকে বাদ রেখেই দলের বাকি সদস্যরা সামনের দিকে এগিয়ে যান। তবে তাঁদের পথে হঠাৎ বাধা হয়ে দাঁড়ায় তুষারঝড়। এ সময় দলের একজনের পা ভেঙে যায়। এতে দলটির গতি কমে আসে। ঝড়ে দলের সদস্যদের মধ্যে দুজন ঠাণ্ডায় জমে মারা যান। ঝড়ের মুখে পড়ে ফিরে আসার পথে আরও দুজন সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরে তাঁদেরও মৃত্যু হয়। বেঁচে যাওয়া আরোহী ও গাইডদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫ হাজার ৬৪২ মিটার (১৮ হাজার ৫১০ ফুট) উচ্চতার মাউন্ট এলব্রাস রাশিয়ার উত্তর ককেশাসে অবস্থিত। প্রতি বছরই পর্বতটি জয় করতে গিয়ে অনেক আরোহীর মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App