×

আন্তর্জাতিক

পাকিস্তানের জঙ্গি যোগাযোগ নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১, ১২:৫১ পিএম

পাকিস্তানের জঙ্গি যোগাযোগ নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের

পাকিস্তানের ব্যাপারে নজরদারি বাড়ানোয় মোদির সঙ্গে একমহ হয়েছেন কমলা

যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকে পাকিস্তান প্রসঙ্গ তুলতে একদম ভুল করেননি তিনি। ভারতীয় বার্তাসংস্থা এএনআই সূত্রে জানা গেছে, বৈঠকে জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কমলা হ্যারিস। পাশাপাশি ইসলামাবাদ কর্তৃপক্ষের সঙ্গে জঙ্গি সংগঠনগুলোর যোগাযোগের ওপর বিশেষ নজরদারি চালানো হবে বলেও জানান তিনি। ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, কমলা হ্যারিসের সঙ্গে মোদির বৈঠকে তালেবান প্রসঙ্গও উঠে এসেছে। জানা গেছে, সীমান্ত পারের সন্ত্রাসবাদ কার্যকলাপ প্রসঙ্গে মোদির সঙ্গে একমত কমলা। এ প্রসঙ্গে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, বৈঠকে সন্ত্রাসবাদের বিষয়টি উঠে আসে। ভাইস প্রেসিডেন্ট নিজের থেকেই সেই সময়ে পাকিস্তানের ভূমিকার বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, সেখানে সন্ত্রাসীগোষ্ঠী কাজ করছে। তিনি পাকিস্তানকে পদক্ষেপ নিতে বলেছেন যাতে এই গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্র ও ভারতের নিরাপত্তার ওপর প্রভাব না ফেলে। শ্রিংলা আরও বলেন, কমলা হ্যারিস সীমান্ত সন্ত্রাসের সত্যতা মেনে নিয়েছেন। তিনি মোদির সঙ্গে সহমত পোষণ করেন যে সত্যিই ভারত বিগত কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের শিকার হয়ে এসেছে। এই ধরণের সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি পাকিস্তানের সমর্থনকে লাগাম টানার কথাও বলেন তিনি। বিষয়টির ওপর নজরদারি চালানোর প্রয়োজনীয়তা সম্পর্কেও মোদির সঙ্গে ঐক্যমত্যে এসেছেন কমলা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App