×

অর্থনীতি

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সহায়তা দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৫ পিএম

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সহায়তা দাবি

ছবি: সংগৃহীত

জাতিসংঘের এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে দেশের বেসরকারিখাতকে যেসব চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে তা মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চেয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। বিশেষ করে দক্ষতা বৃদ্ধিতে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কাছে করিগরি সহায়তা চান তিনি। তিনি মনে করেন, এতে এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি এসডিজি অর্জনও সহজ হবে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে, আয়োজিত ‘নিউ ওয়ার্ল্ড, নিউ হোপ: জাতিসংঘ ও বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে এসব কথা বলেছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সহায়তায়, জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনের সাইড লাইনে আয়োজিত এ সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশীস।

বক্তৃতায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ভারতে বাংলাদেশী শরণার্থী ও পরবর্তীতে দেশে ফেরার পর, তাদের পুনর্বাসনে জাতিসংঘের সহায়তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, বাংলাদেশের জন্মলগ্ন থেকেই জাতিসংঘের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। তবে ১৯৭৪ সালের ২৪ সেপ্টেম্বর, সংস্থাটির ২৯তম সাধারণ অধিবেশনে জাতির পিতা বঙ্গবন্ধুর বাংলায় দেয়া ভাষণের মাধ্যমে এই সম্পর্ক আরো সুদৃঢ় হয়। শান্তি মিশনসহ জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের কথা উল্লেখ করেন এফবিসিসিআই সভাপতি। তিনি জানান, জাতিসংঘ শান্তি কমিশন ও হিউম্যান রাইটস কাউন্সিল উভয়েরই প্রতিষ্ঠাকালীন সদস্য বাংলাদেশ।

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে, বিশেষ করে দারিদ্র দূরীকরণ, টেকসই উন্নয়ন কৌশল, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা, মাতৃ ও শিশু উন্নয়ন, টিকাদান, যুব উন্নয়ন, নারী ক্ষমতায়ন,শিক্ষা, শিল্প উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি,স্বাস্থ্য সেবা ও গবেষণা খাতে জাতিসংঘের অবদানের কথা উল্লেখ করেন এফবিসিসিআই সভাপতি।

করোনা মহামারি দেশের অর্থনীতিতে কঠিন আঘাত হেনেছে জানিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনা ও নীতিকৌশলের মাধ্যমে বাংলাদেশ দ্রুতই অর্থনীতি পুনরুদ্ধারের পথে আছে। দারিদ্র বিমোচন, শিশু ও মাতৃমৃত্যুহার কমানো, গড় আয়ু বৃদ্ধি, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি,মাথাপিছু গড় আয় বৃদ্ধি, অর্থনৈতিক স্থিতিশীলতা, টেকসই প্রবৃদ্ধিসহ আর্থ-সামাজিক সব সূচকে অগ্রগতি অব্যাহত রাখার মাধ্যমে বাংলাদেশ এসডিজি অর্জন করবে বলে আশা প্রকাশ করেন এফবিসিসিআই সভাপতি।

এ সময় তিনি বলেন, এলডিসি উত্তরণের পর, বিশ্ব বাজারে দেশের বেরসরকারি খাত বাড়তি কিছু চ্যালেঞ্জের মুখে পড়বে। এসব চ্যালেঞ্জ জিততে ব্যক্তিখাতের দক্ষতা বৃদ্ধিতে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কাছে কারিগরী সহায়তা চান এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সিনিয়র সহ-সভাপতি, এফবিসিসিআই, মো. আমিনুল হক, সহ-সভাপতি, এফবিসিসিআই, জনাব সালাহউদ্দিন আলমগীর, সহ-সভাপতি, এফবিসিসিআই, জনাব এম এ রাজ্জাক খান, সহ-সভাপতি, এফবিসিসিআই, এ এম নাঈমুর রহমান এমপি, ব্যবস্থাপনা পরিচালক, চেজ পাওয়ার লিমিটেড, বেনজীর আহমেদ এমপি,সাবেক সভাপতি, বায়রা, মো. রেজাউল করিম রেজনু,পরিচালক, এফবিসিসিআই, মোহাম্মাদ আনোয়ার সাদাত সরকার, পরিচালক, এফবিসিসিআই, তাবারাকুল তোসাদ্দেক হোসাইন খান, পরিচালক, এফবিসিসিআই, মোহাম্মেদ বজলুর রহমান, পরিচালক, এফবিসিসিআই, মোহাম্মদ আলী খোকন, পরিচালক, এফবিসিসিআই, শমি কায়সার, পরিচালক, এফবিসিসিআই, জনাব আলমগীর শামসুল আলামিন, পরিচালক, এফবিসিসিআই, মো. নাসের, পরিচালক, এফবিসিসিআই, মিসেস নাজ ফারাহানা আহমেদ, পরিচালক, এফবিসিসিআই, সৈয়দ সাদাত আলমাস কবীর, পরিচালক, এফবিসিসিআই, মোহাম্মাদ রিয়াদ আলী, পরিচালক, এফবিসিসিআই, মো. মিজানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, টোটাল বিজনেস সল্যুশনস লি. এ এস এম মহিউদ্দীন মোনেম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, আব্দুল মোনেম লি.।

সম্মেলনে অনলাইন মাধ্যমে যোগ দিয়েছেন ড. এ.কে আব্দুল মোমেন এমপি, মন্ত্রী, ড. মশিউর রহমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মিস্টার আর্ল আর মিলার, বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, মিয়া সেপ্পো, ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর ইন বাংলাদেশ, ড.নাজনীন আহমেদ,কান্ট্রি ইকোনমিস্ট, ইউএনডিপি বাংলাদেশ।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জনাব ফারুক হাসান, সভাপতি,বিজিএমইএ, লেফটেন্যান্ট ওয়ালসন, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। সম্মেলনের সভাপতিত্ব করেন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড ইনক. এর নেতা, ও গ্রেটার নিউ ইয়র্ক চেম্বারের সদস্য শেকিল চৌধুরী।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশের উচ্চ পর্যায়ের ব্যবসায়ীক প্রতিনিধি দল জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র সফর করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App