×

আন্তর্জাতিক

আসামে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪০ এএম

আসামে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ২

ছবি : সংগৃহীত।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের দরং জেলায় শিবমন্দির স্থাপনের জন্য কয়েক সহস্রাধিক বাঙালি মুসলিমকে ভিটেমাটি থেকে সরিয়ে দেয়া হয়েছে। প্রতিবাদ করতে গেলে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সেই আশ্রয়চ্যুতদের উদ্দেশ্য করে পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে কমপক্ষে দুজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। স্থানীয় সাংবাদিকদের সূত্র উল্লেখ করে দেশটির একাধিক সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ হয়েছে। রাজ্যের বিরোধী দল কংগ্রেসের সভাপতিও এ হত্যাকাণ্ডের খবর টুইট করেছেন। দরং জেলার ধলপুর গ্রামে একটি প্রাচীন শিবমন্দিরকে অনেক বড় আকারে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আসাম সরকার কয়েক মাস ধরে দফায় দফায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে। তবে যাদের উচ্ছেদ করা হচ্ছে তারা দাবি করছেন তাদের সব ধরনের সরকারি নথি ও পরিচয়পত্র আছে। আসামের দরং জেলার ধলপুর হিলস ও সিপাহঝাড় এলাকায় প্রায় ৭৭ হাজার বিঘা জমি দখল করে বিশাল একটি শিবমন্দির কমপ্লেক্স স্থাপন করতে চাইছে রাজ্য সরকার। এ লক্ষ্যে কয়েক মাস ধরে সেখানে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। অভিযানের সর্বশেষ ধাপে গত সোমবার ওই অঞ্চলের বাসিন্দা প্রায় ৮০০ পরিবারের হাজারখানেক মানুষকে তাদের ভিটেমাটি থেকে সরিয়ে দেয়া হয়। প্রতিবাদ করতে গেলে পুলিশ গুলি চালায়। স্থানীয় সাংবাদিক দেবব্রত দত্ত জানিয়েছেন, উচ্ছেদের বিরুদ্ধে যে সেল গড়ে তোলা হয়েছে, তাদের ডাকে ধলপুর ১, ২ ও ৩ নম্বর গ্রামের বেশ কয়েক হাজার মানুষ আজ জড়ো হয়েছিলেন - সেখানে পুলিশের হামলায় অন্তত ১০ জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে আমরা জানতে পারছি। দেবব্রত দত্ত আরও বলেন, তাদের মধ্যে কমপক্ষে দুজন নিহত হয়েছেন। একজনের লাশের ছবি সোশ্যাল মিডিয়ায়ও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি ওখানে অগ্নিগর্ভই ছিলো। স্থানীয় নেতারা গতকালই আমাকে তাদের লড়াই তারাই লড়বেন। বিরোধী কংগ্রেস বা এআইইউএফ নেতারা ঢুকতে গেলে পেটাবেন এবং কোনো রাজনীতি করতে দেবেন না। আসামে পুলিশ কর্তৃক মুসলিম নিহতের ঘটনায় বিবৃতি দিয়েছেন আসাম রাজ্য কংগ্রেসের প্রধান ভূপেন কুমার বোরা। নিহত একজনের ছবি টুইটও করেন তিনি। তবে এখন পর্যন্ত পুলিশ কিংবা রাজ্য সরকার গোলাগুলির বিষয়টি স্বীকার করেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App