হাতি উদ্ধারের সংবাদ করতে গিয়ে ভারতে নদীতে ডুবে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) উড়িষ্যার কটকের কাছে মহানদীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নদীর প্রবল স্রোতে আটকে গেছিলো হাতিটি। পরে ৮০ জন মিলে সেই হাতিটিকে উদ্ধার করছিলো। আর পেশার টানে সেই উদ্ধারের সংবাদ করতে গিয়েছিলেন টিভি চ্যানেলের সাংবাদিকরা। কিন্তু নদীর তীব্র স্রোতে উল্টে যায় নৌকাটি। এতে নদীতে ডুবে মারা গেছেন অরিন্দম দাস নামের ওই সাংবাদিক।
তিনি ভারতের ওটিভির সাংবাদিক ছিলেন। ওই সাংবাদিকের সহকর্মী চিত্র সাংবাদিক প্রভাত সিনহাকে কোন রকমে উদ্ধার করা সম্ভব হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।