হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী মকার হাওরে কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা গ্রামবাসীর উদ্যােগে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতা বাগাহাতা কুশিয়ারা নদিতে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নৌকা বাইচ উপভোগ করতে নদীর দুপাশে লক্ষধিক মানুষের ঢল নামে। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বাহারী নামে ও রঙ্গে ১০টি নৌকা অংশ নেয়।
জেলার প্রত্যন্ত অঞ্চলে অনুষ্ঠিত ওই নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সদর উপজেলা পইল লামাপাড়া নৌকা, দ্বিতীয় স্থান বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর গ্রামের নৌকা ও তৃতীয় স্থান অধিকার করেছে হবিগঞ্জ সদর ইউনিয়নের টঙ্গী ঘাটের নৌকা। পরে বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার রিপেজেটার, দ্বিতীয় ২০ ইঞ্চি এলইডি টিভি ও তৃতীয় একটি মোবাইল ফোন হাতে তুলে দেন।
এতে বাগাহাতা গ্রামের সভাপতি এনায়েত মোল্লার সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম তাজুল ও ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান আলীর সঞ্চলনায় এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজী শাহাজ উদ্দিন সাহা। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক গ্রাম সরকার, চমকপুর সড়ালিয়া হাটির সভাপতি ও আনন্দ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম, ২ নং ওয়ার্ড মেম্বার সাফির উদ্দিন, গাজীপুর গ্রাম সভাপতি আব্দুল আওয়াল,শান্তিপুর গ্রাম সভাপতি রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, আনন্দ বাজার ব্যবসায়ী রেজাউল করিম, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন, সম্ভব্য মেম্বার প্রার্থী তৈয়ব আলী পাশা, ইউনিয়ন পল্লী উন্নয়ন সংস্থার সহ সভাপতি রফিকুল ইসলাম রবি প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।