গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮৯ জন। এ নিয়ে চলতি বছরে দেশে ১৬ হাজার ৮৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন।
তা ছাড়া, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ বছর মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১৮৯ জনের মধ্যে ২৫ জন ঢাকার বাইরে এবং বাকি ১৬৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এই মুহূর্তে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৪৮ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮২৭ জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে ২২১ জন রোগী ভর্তি আছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।