×

জাতীয়

১০ দফা দাবিতে ২৭-২৮ সেপ্টেম্বর কাভার্ডভ্যান মালিক শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২:১৪ পিএম

১০ দফা দাবিতে ২৭-২৮ সেপ্টেম্বর কাভার্ডভ্যান মালিক শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা

২৭-২৮ সেপ্টেম্বর কাভার্ডভ্যান মালিক শ্রমিকরা কর্মবিরতির ঘোষণা দিচ্ছেন।

আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর কাভার্ডভ্যান মালিক শ্রমিক সমন্বয় পরিষদ ১০ দফা দাবিতে ৪৮ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ট্যাংকলরি প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদ নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ট্যাংকলরি প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব তাজুল ইসলাম, মোঃ রুস্তম আলী খান সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ট্রাক চালক লিটন ও আবু তালেব প্রামানিকসহ সকল সড়ক পরিবহন শ্রমিক হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, সড়ক দূর্ঘটনায় ৩০২ ধারার মামলা প্রত্যাহার, ড্রাইভিং লাইসেন্সের জটিলতা নিরসন, পণ্য পরিবহনের সময়ে মালামাল চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে জরুরী কার্যকর ব্যবস্থা গ্রহণ, জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদের সুযোগ, সড়ক-মহসড়কে কাগজপত্র চেকিং এর নামে পুলিশি হয়রানী, চাঁদাবাজী বা মাসিক মাসোহারা বন্ধসহ ১০ দফা দাবি করা হয়। সংবাদ সম্মেলনে নেতারা জানান, এই দাবিগুলো আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে আলোচনার মাধ্যমে পূরণ না হলে ২৭ ও ২৮ সেপ্টেম্বর ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App