×

শিক্ষা

শিক্ষার্থীদের মশাল মিছিল, ১ অক্টোবর বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ১০:০৮ পিএম

শিক্ষার্থীদের মশাল মিছিল, ১ অক্টোবর বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবি

বৃহস্পতিবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবিতে মশাল মিছিল বের করেছে শিক্ষার্থীরা। ছবি: ভোরের কাগজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবিতে অব্যাহত প্রতীকী ক্লাসের পর এবার মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার(২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় শহীদ মিনার চত্ত্বর থেকে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। একই দাবিতে বেলা বারোটায় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সঙ্গে আলাপে আগামী ১ অক্টোবরের মধ্যেই শ্রেণি কার্যক্রম ও হল খুলে দেয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

ছাত্রলীগ নেতারা বলেন, আমরা দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় করোনার কারণে হলের বাইরে অবস্থান করছি। তবে এখন সংক্রমণ কমে আসায় সবাই স্বশরীরে ক্লাসে ফিরতে চায়। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে হলে অবস্থানের বিষয়ে ম্যাডামকে অনুরোধ জানিয়েছি। উপাচার্য ম্যাডাম আমাদের আশ্বস্ত করেছেন জানিয়ে তারা বলেন, আগামী ২৯ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে ক্যাম্পাস খোলার বিষয়ে সিদ্বান্ত নেবেন।

এ সময় উপস্থিত ছিলেন,শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান,বায়েজিদ রানা কলিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক আফফান হোসেন আপন, সাংগঠনিক সম্পাদক পঙ্কজ সহ বিভিন্ন হলের নেতাকর্মীরা।

এদিকে বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে মশাল মিছিলটি উপাচার্যের বাসভবন ঘুরে চৌরঙ্গীতে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ঋদ্ধ অনিন্দ গাঙ্গুলির সঞ্চালনায় জাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক শোভন রহমান বলেন, আমরা বর্তমানে ক্যাম্পাসের পাশে যেসব এলাকায় অবস্থান করছি সেখানের পরিবেশ হলের থেকে অনেক বেশি গিঞ্জি। তাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি চায় শিক্ষার্থীরা অকালে মৃত্যুবরণ না করুক, তাহলে যেন হল খুলতে আর এক মুহূর্তও বিলম্ব না করে।

সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক রাকিবুল রনি, দর্শন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিহান, ইতিহাস বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App