×

আন্তর্জাতিক

বাইডেন-ম্যাক্রোঁ ফোনালাপ : বরফ গলার ইঙ্গিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৯ এএম

বাইডেন-ম্যাক্রোঁ ফোনালাপ : বরফ গলার ইঙ্গিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ।

অস্ট্রেলিয়ার সঙ্গে নিরাপত্তা চুক্তি করার আগে ফ্রান্সের সঙ্গে আলোচনা করা উচিত ছিলো। বুধবার (২২ সেপ্টেম্বর) এক ফোনালাপে ম্যাক্রোঁকে এ কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ফোনালাপে জো বাইডেন ফ্রান্সকে আশ্বস্ত করেন, অস্ট্রেলিয়াকে পরমাণু-চালিত সাবমেরিন দেয়া নিয়েই নিরাপত্তা চুক্তি হয়েছে। ভবিষ্যতে কোনো চুক্তি করার আগে অবশ্যই তাদের সঙ্গে আলোচনা করে নেয়া হবে। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বরফ কিছুটা গলেছে। ম্যাক্রোঁর সঙ্গে ফোনালাপে বাইডেন চুক্তি বিষয়ক কোনো কথা না বললেও প্রক্রিয়াগত ভুলের কথা স্বীকার করেছেন। এর আগে যুক্তরাষ্ট্র থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ফ্রান্স। সূত্র : ডয়চে ভেলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App