×

জাতীয়

ইভ্যালির রাসেলকে এবার জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫৭ পিএম

ইভ্যালির রাসেলকে এবার জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেল।

রাজধানীর ধানমন্ডি থানায় আব্দুর রহমান রাকিব নামের এক গ্রাহকের দায়ের করা প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেলকে জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল তিনটার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালত এ আদেশ দেন। এর আগে ধানমন্ডি থানার এক ধনাঢ্য ব্যবসায়ীর করা মামলার একদিনের রিমান্ড শেষে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। এরপর এ মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানা পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হুদা। অন্যদিকে, একই থানায় গত ১৭ সেপ্টেম্বর দায়ের করা আব্দুর রহমানের আরেক মামলায় ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। পরে তার জামিন চান। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের জোর দাবি জানিয়ে শুনানি করেন। পরে বিচারক উভয়পক্ষের শুনানি শেষে আসামিকে জেলগেটে একদিনের জিঙ্গাসাবাদের নির্দেশ দেন। এটা ৩ কার্যদিবসের মধ্যে কার্যকর করতে বলা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App